আপাতত রেস্টে আছি! :)
এখন ধুন্ধুমার অ্যাকশন আর সিজিআই (গ্রাফিক্স) মুভির যুগ। একটা মুভিতে গ্লিটারিং ভ্যাম্পায়ার অথবা নীল এলিয়েন থাকলে সেটা মারমার-কাটকাট ব্যবসা করে। গল্প কেমন হলো তাতে কি আসে যায়! তারপরও হলিউডে আর্টিস্টিক মুভি হচ্ছে। আজ হলিউডের মেগা স্টারদের করা কিছু আর্টিস্টিক মুভির কথা শেয়ার করবো।
The Fountain
Directed by Darren Aronofsky
2006
IMDb Rating: 7.4
ড্যারেন অ্যারনোফস্কি'র বিস্ময়ের ভুবনে স্বাগতম।
তার অতি বিখ্যাত দুটি মুভি হলো "Requiem for a Dream (2000)" আর "The Wrestler (2008)। " এই দুটির মাঝে তিনি The Fountain নামে এক অখ্যাত মুভি বানিয়েছেন। তার ভাষায় এটা, মৃত্যু নিয়ে লেখা এক প্রেমের কবিতা ("love poem to death")।
The Fountain-এর গল্প তিনটি সময়কে নিয়ে-ত্রিকালব্যপী। অতীত-বর্তমান-ভবিষ্যত।
হিউ জ্যাকম্যান আর রাচেল ওয়েইজ তিন সময়েরই প্রধান দুই চরিত্র। অতীতকালে জ্যাকম্যান এক যোদ্ধা আর রাচেল রাণী। বর্তমান কালে জ্যাকম্যান এক বিজ্ঞানী,যে তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রাচেলের জন্য ঔষধ আবিষ্কারে ব্যস্ত। যার ফলে,তার মৃত্যুপথযাত্রী স্ত্রীকেই ঠিক মতো সময় দিতে পারছে না। মুভির মেসেজ হতে পারে,ভালোবাসার মাণুষটিকে এখনই ভালোবাসো,কাল কি হবে কে জানে।
মুভিটি সম্পর্কে ডিরেক্টর অ্যারনোফস্কি বলেছেন,"মুভিটা একটা রুবিক কিউবের মতো। সমাধানের পথ অনেক হতে পারে,তবে পরিণতি একটাই। "
দ্য ফাউন্টেন-এর সিনেম্যাটোগ্রাফী চোখে পড়ার মতো ভালো। ভিন্ন ভিন্ন সময়কালে যাওয়া-আসার ব্যাপারটাও (শট ট্রানজিশন) অসাধারণ। তবে যে ব্যাপারটা মনে রাখার মতো,তা হলো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক।
কিস্লোওস্কি'র পর একমাত্র অ্যারনোফস্কি'র মুভিতেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের এতোটা শক্তিশালী ব্যবহার দেখলাম।
ডাউনলোড লিন্ক (৫০৪ মেগা)
The Assassination of Jesse James by the Coward Robert Ford
Directed by Andrew Dominik
2007
IMDb Rating: 7.7
জেসি জেমস (Brad Pitt) একজন আউটল' (অনেকটা প্রফেশনাল ডাকাতটাইপ)। রবার্ট ফোর্ড (Casey Affleck) এক ভীতু,দুর্বল,মেয়েলী স্বভাবের যুবক। তার আজন্ম লালিত স্বপ্নপুরুষ জেসি জেমস। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মাঝে যে বিস্তর ফারাক।
পুলিশের সাথে হাত মিলিয়ে,জেসিকে খুন করার সিদ্ধান্ত নিলো রবার্ট।
ওয়েস্টার্ণ মুভি বলতে যে "ঠুসঠাস" গোলাগুলি বোঝায়,এই মুভিটা তার একদম ব্যতিক্রম। অসম্ভব কাব্যিক নির্মাণশৈলী। দৃশ্যগুলো দেখলে মনে হয়,যেন কোনো পেইন্টারের আঁকা ল্যান্ডস্কেপ। মুভির স্ক্রিপ্ট পরে মুগ্ধ হয়ে রিডলি স্কট ও ব্র্যাড পিট মুভিটি প্রোডিউস করেন।
ডাউনলোড লিন্ক (৪৯৮ মেগা)
Magnolia
Directed by Paul Thomas Anderson
1999
IMDb Rating: 8.1
৯ জন মাণুষ,৩ টি ঘটনা আর ২৪ ঘন্টা এ নিয়েই ম্যাগনোলিয়া। এই চব্বিশ ঘন্টাই পাল্টে দেয় তাদের জীবন। মানব মনের সকল অনুভূতিই যেন,একবার করে এই মুভির ফ্রেমের মাঝ দিয়ে ঘুরে গিয়েছে।
মুভিটিতে আছেন Tom Cruise,Julianne Moore,Philip Seymour Hoffman,John C. Reilly-এর মতো পরিচিত মুখেরা। পল অ্যান্ডারসনকে সবচে প্রমিজিং নতুন ডিরেক্টর বলা হয়।
কথাটা যে মিথ্যে নয়,তা ম্যাগনোলিয়া দেখলেই বোঝা যায়।
ডাউনলোড লিন্ক (৬৮৫ মেগা, মিডিয়াফায়ার+মেগাআপলোড)
ডাউনলোড লিন্ক (স্টেজভ্যু, ১ গিগা)
**লেখায় যে সব মুভির কথা উল্লেখ করলাম,সেগুলো কিছুটা ভিন্নধারার মুভি। একটু আর্টিস্টিক,সফিসটিকেটেড,স্লো,ভিজ্যুয়ালি পাওয়ারফুল। অনেক সময় ডায়ালগ ছাড়াই মুভির কাহিনী এগিয়ে যাবে। পরিচালক সব লাইন বাই লাইন বুঝিয়ে দিবেন না।
নিজের সেন্সকে কাজে লাগাতে হবে। তাই অনেকে তালি দেবেন আর অনেকে গালি। আমি নিশ্চিত জানি,এ ধরণের মুভি সবার ভালো লাগে না। যাদের এ ধরণের মুভিতে অ্যালার্জি আছে,তাদের বলছি এ তিনটি মুভি না দেখলেও কোনো ক্ষতি নেই।
***পোস্টটি পড়ে মনে হতে পারে আমি বুঝি "আতেঁল" ঘরানার দর্শক , এন্টারটেইনিং মুভির বিরোধী।
কিন্তু আসলে তা সত্যি না। বরং আমি এন্টারটেইনিং মুভির একজন বড় সমর্থক (এম্নিতেও আমি আর্ট ফিল্ম খুব একটা বুঝি না)। তাই,যেটা দেখে আমি বিনোদিত (এন্টারটেইনড্) হলাম না,সেটা কাউকে জোর করে দেখানোর পক্ষপাতী আমি নই,তা সে যত ভালো মুভিই হোক না কেন। তারপরও খারাপ লাগে যখন দেখি,সবার পছন্দের মুভি "এলিয়েন রোবোটদের" মাঝে এসে শেষ হয়ে যায়। মনে হয় সিনেমাখোর হিসেবে নিজেদের সাথে প্রতারণা করা হচ্ছে।
সবাইকে শুভেচ্ছা!
৩টি আর্টিস্টিক হলিউডি মুভি [পর্ব-২] : আ ট্রিবিউট টু ডেভিড লিঞ্চ
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।