আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো জরিপের সমালোচনায় প্রধানমন্ত্রী

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো দৈনিক প্রথম আলো পত্রিকার চালানো জরিপের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে আওয়ামীলীগের কার্য নির্বাহী সংসদের বর্ধিত সভায় এ সমালোচনা করেন প্রধানমন্ত্রী। পত্রিকার নাম উল্লেখ না করে তিনি বলেন, কোনো এক পত্রিকায় লিখে দিলো ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক চায়। ওই পত্রিকার চরিত্র কে না জানে! ১৬ কোটি মানুষের দেশে মাত্র সাতশ, আটশ, তিন হাজার লোকের মতামত নিয়ে এটা করলো। আওয়ামী লীগের এত সমর্থক, তারা কোথায় গেল? পত্রিকাটির উদ্দেশে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ৪৮ শতাংশ সমর্থক। এই ৪৮ ভাগের মতামত কোথায় গেল? ৯০ ভাগ থেকে ৪৮ ভাগ বাদ দিলে কত থাকে? তাদের মতামত কই? তিনি ওয়ান ইলেভেনের পর কারওয়ান বাজারের এই পত্রিকাটির ভূমিকার সমালোচনা করে বলেন, এই পত্রিকার ভূমিকা কী ছিল, সেটা মানুষ জানে। মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় এরা। শেখ হাসিনা স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা গণগণজাগরণ মঞ্চ নিয়ে পত্রিকাটির নেতিবাচক ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, গণজাগরণ মঞ্চ নিয়ে নোংরা লেখা ছেপে পরে ক্ষমা চেয়েছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সংবাদের সূত্র এই লিংকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।