আমাদের কথা খুঁজে নিন

   

জুমলা অভিজ্ঞরা আওয়াজ দেন......সমস্যায় পড়ছি

"জেগে উঠুক তারুন্য,জেগে উঠুক স্বপ্ন,জেগে উঠুক মনুষ্যত্ব.........."

জুমলা নিয়ে কাজ শুরু করেছি ,সামুতে কয়েকজন উদার মানুষের পোস্ট পড়েই এগুচ্ছি,কিছুদূর এগিয়েছিও। বিশেষ করে গৌতম দা'র পোস্টগুলো ফলো করেছি। কিন্তু হঠাৎ একটা প্রশ্ন মাথায় এলো। আমি জুমলা দিয়ে একটা সাইট বানলাম, লোকালহোস্ট ইউজ করে। টেম্পলেট ডাউনলোড করে লোকালহোস্টেই সেটা upload and install অপশন দিয়ে ইন্সটল করে কাস্টোমাইজ করলাম।

লোকালহোস্ট দিয়ে সাইটটি দখাও যাচ্ছে। এখন কথা হচ্ছে আমি সাইটটা আমার মেইন হোস্টের সাথে কিভাবে এড করব? মানে কিভাবে আমার হোস্টসাইট(freehostia) তে আপ-লোড করব? জুমলা দিয়ে কিভাবে কানেক্ট করা যায়। সোজা কথা আমি নেট দিয়ে আমার তৈরিকৃত সাইটটা(এখনো তৈরি হয় নাই,মাত্র শুরু করেছি,আরো সমস্যা হয়তো সামনে ফেস করতে হবে) ব্রাউজ করতে চাই। সে জন্য কি করা লাগবে তা একটু দয়া করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

আমি freehostia দিয়ে কাজ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।