আমাদের কথা খুঁজে নিন

   

সাপ পকেটে নিয়ে ঘুরছে শুকুর আলী



বিষধর সাপ ঘরসোনালী প্রথম দিন ছিলো বালিশের নিচে, এখন থাকে শুকুর আলীর জামার পকেটে। ঘুমোনোর সময় ঘরের বাইরেই রাখা হয় ছোট আকৃতির সাপটি। দুধ ছাড়া আর কিছুই নাকি খাচ্ছে না ওই সাপ। বিষধর সাপটির আঞ্চলিক নাম ঘরসোনালী। কেউ কেউ বলে ঘরসিন্দুরিয়া।

হালকা ডোরাকাটা হাত খানেক লম্বা সাপটির বিষদাঁত কি ভেঙে ফেলা হয়েছে? জবাবে শুকুর আলী বললো, ‘বিষদাঁত ভাঙতে জানি না। সাপ ধরতে মন্ত্র লাগে না, লাগে কৌশল আর সাহস। এই সাহসেই সাপটি গত মঙ্গলবার বেলা ১০টার দিকে চুয়াডাঙ্গা স্টেশন এলাকার বটতলার একটি চা দোকান থেকে ধরেছি। সিগারেটের প্যাকেটে ভরে পকেটেই রাখছি। মাঝে মাঝে ইচ্ছে হলে সাপটি বের করে খেলা দেখছি।

ভালোই লাগছে। ’ চুয়াডাঙ্গা হকপাড়ায় বাস করে শুকুর আলী। রিকশা চালায়। এক সময় শুকুর আলীর পিতা হোসেন আলী দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডের অদূরেই পরের জমিতে বসবাস করতেন। সেখানেই থাকতো শুকুর।

বিয়ের পর ঘরজামাই হিসেবে শুকুর আলী বসবাস করে। মাঝে মাঝে রিকশা চালানো ছেড়ে উড়নচণ্ডিভাবেও ঘোরে। গতপরশু বুধবার রাত তখন সাড়ে ৩টা। শুকুর আলী চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বারান্দার পাশে লাইটের আলোয় সাপটি নিয়ে খেলছিলো। সাপ! হাসপাতালে রোগীর লোকজন সাপ দেখে চমকে উঠলেও জমাচ্ছিলেন ভিড়।

এ সময় শুকুর আলীর সাথে কথা হয়। সে বলে, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্টেশন বটতলার চায়ের দোকানে সাপটি দেখে এক মহিলা চিৎকার দিয়ে পালায়। আমি এগিয়ে গিয়ে সাপটি ধরি। এরপর সিগারেটের প্যাকেটে ভরি। প্রথম দিন বালিশের নিচেয় রাখি।

পরদিন সকালে স্ত্রী জানার পর বকাঝকা করে। এ কারণে রাতে আর বিছানায় নিচ্ছি না। ঘরের বাইরেই রাখি। দিনে পকেটেই থাকে। সিগারেটের প্যাকেটে নিরাপদ।

শুকুর আলী সাহসী। সাপটি যদি বিষধর হয়, আর সুযোগ যদি পায়, তা হলে তার সাহসের বারোটা বাজাবে। এরকম মন্তব্য করলেন অনেকে। এ সময় শুকুর আলী জানালো, সাপটি দুধ খাচ্ছে। আর কিছু খেতে পারে না বোধ হয়।

এ কথা বলে শুকুর আলী সাপটি সিগারেটের প্যাকেটে ভরে পকেটে সিগারেট রাখার মতো করে রেখে ত্যাগ করলো এলাকা। সে সাপটি নিয়ে রাতে কারো সাথে প্রতারণা করার চেষ্টা করছিলো কি-না তা বোঝা গেলো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।