আমাদের কথা খুঁজে নিন

   

মডু সমীপে আকুল আবেদন.......



মাননীয় মডারেটর, আপনারাই ব্লগের মা-বাপ । আপনারা আমাদের দিকে না তাকালে আমাদের কি হবে????? প্রফাইল খুলেছি প্রায় ২ মাস ।এখন পর্যন্ত কোন মন্তব্য করতে পারছি না কারন আমাকে এখনো ওয়াচে রাখা হয়েছে । একজন ব্লগারকে যদি কোন মন্তব্য করার অধিকার দেয়া না হ্য় , যদি প্রথম পাতায় লেখায় অধিকার দেয়া না হয় তাহলে কিভাবে তাকে ওয়াচ করতে পারবেন???? আর এমন তো না যে একবার সেফ বা জেনারেল করার পর বিতর্কিত কিছু করলে আমাকে ব্লক করতে পারবেন না । তাহলে এখন পর্যন্ত কেন আমাকে সেফ(অন্তত জেনারেল) করা হল না সেটা জানতে খুব ইচ্ছে করছে । লেখা প্রথম পাতায় প্রকাশিত হবে না তাই এতদিন লেখার উৎসাহ পাইনি ।তবে এমন একটা টপিক দিয়ে প্রথম পোষ্ট দিতে হবে তাও ভাবিনি । আমি জানিনা লেখাটি আমি ব্লগে কোথাও খুজে পাব কিনা, এতটা অবিচার কি ২ মাস ধরে না করলেই নয়???? বিষয়টি মডারেটরদের আন্তরিকতার সাথে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি । বিনীত নিবেদক, একজন অধম ব্লগার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।