অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/
অনেক আগে একরামুল হক শামীম প্রায় রাতেই রাত বিরাতের আড্ডা নামে পোষ্ট করতেন, রাতজাগা আমরা সারারাত আড্ডা দিতাম। (ছাইম্ম্যা এই চান্সে অনেক হিট বাগাইছে )
ইদানিং সামুর পরিবেশ কেমন গম্ভীর, যুদ্ধংদেহী।
আরে তাতে আমাদের কি? আসুন আড্ডা দেই। যা খুশি, যত খুশি আড্ডা দেই যে যতক্ষন আছি। কি বলেন?
নির্দিষ্ট কোন টপিক নেই, স্রেফ বকবকানি, ঝাড়ি আর মজা।
আর অনেক দিন ছিলামনা বলে নতুন মানুষদের চিনিনা তেমন, এই সুজোগে পরিচয়টাও হোক।
শর্ত শুধু দুটো:
১. ব্লগের খালামণিরা সবাই এই পোষ্টে ভার্চুয়াল মডুরাম : তারা এখানে যে কাউকে ইচ্ছে মতন ঝাড়ি দেবার অধিকার রাখেন।
২. কোনরকম ইচ্ছাকৃত অসভ্যতা, অশালীনতা, পার্সনাল এটাক অথবা নোংরামো বরদাস্ত করা হবে না, সেরকম কেউ করলে কমেন্ট চোখে পড়া মাত্র ডিলেট, ব্লক এবং ব্লগের মডুর কাছে রিপোর্ট যাবে।
এটা একটা সম্ভাব্য মৃত পোষ্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।