আমাদের কথা খুঁজে নিন

   

তবে কি আধাঁরে অন্ধ থাকে লজ্জারা?

জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।

আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা আলোর আর্শীবাদে তোমাকে স্পর্শ , আলিঙ্গন বা অন্যকিছু- পারিনি চোখে চোখ রেখে উষ্ণ চুম্বন আলোতে তোমার অহেতুক জড়তা আলোতে তোমার অবাঞ্চিত ব্যবধান অথচ আঁধারে তুমি সব দিয়ে দাও মেঘ না চাইতে বৃষ্টি রং না চাইতে রংধনু আঁধার তোমাকে অন্যরকম করে দেয় এলোমেলো- মেলোএলো তবে কি আঁধারে অন্ধ থাকে লজ্জারা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।