প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা জেনারেল এরশাদকে জিয়ার হত্যাকারী বললেও তার কাছ থেকে বাড়ি নিতে লজ্জা পাননি। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি আরো বলেছেন, বিরোধীদলীয় নেতার সম্পদের প্রতি এতো লোভ যে অসুস্থ সন্তানদেরও দেখতে যান না। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, যে মা অসুস্থ সন্তানের পাশে দাঁড়ান না তিনি জনগনের পাশে দাঁড়াবেন কিভাবে? আলোচকরা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় বাস্তবায়নের পর এখন যুদ্ধাপরাধ এবং ২১ আগষ্টের গ্রেনেড হামলার বিচার করতে হবে। তবে বিচার ঠেকাতে প্রতিক্রিয়াশীলরা বসে নেই। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ঘাতকদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান এবং তার বিএনপি।
জিয়া হত্যাকান্ড এবং বিচার প্রসঙ্গেও কথা বলেন শেখ হাসিনা। তিনি আরো বলেন, এবারের রমযানে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পেরেছে সরকার। সরকার বা দলের কেউ সিন্ডিকেটের সঙ্গে জড়িত না থাকায় এটা সম্ভব হয়েছে। বিপরীতে ৪ দলীয় জোট সরকারের সম্পদের প্রতি লোভের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তাঁর সরকারের কর্মসূচি তুলে ধরে বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কপি পেষ্টঃ http://www.desherkhobor.net/?DetailsId=2287
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।