বুধবার দুপুর ২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইমরান খান।
তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঘূর্ণিঝড় মহাসেনের কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।”
ফেরি বন্ধ থাকায় হরিণা ফেরিঘাটে ৩০টি ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন আটকা পড়েছে। এছাড়া শরীয়তপুর অংশে কিছু যানবাহন আটকা পড়েছে বলেও জানান ফেরিঘাটের এই কর্মকর্তা।
এই রুটে বর্তমানে ‘কস্তুরী’, ‘করবী’ ও ‘কিশোরী’ নামের তিনটি ফেরি চলাচল করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।