আমাদের কথা খুঁজে নিন

   

সুর্য-সমান সম্ভাবনার শ্যামল শীর্ষবিন্দু



১। ছেড়ে যে যায়, যে ছেড়ে চলে যায়, সে কতটা যেতে পারে, যায় কতটা? ছেড়ে যে যায়, যাকে ছেড়ে যেতে হয়, সে কতটা কষ্টে যায়, পায় কতটা? ছেড়ে যে যায়, আসলে সে কদ্দূর যায়, কদ্দুর ? কতদুর ? ২। সাত শ' কোটি আলোকবর্ষের দুঃখে টলমল- আমার জন্মাবধি শস্যশ্যামল অভিযাত্রী পা; সুর্য-সমান সম্ভাবনার সফল সফর শেষে দেখি; আরোহণের শীর্ষবিন্দু আমার চূড়ায় নেই- আমার একজনমের শীর্ষবিন্দু আজ আর আমার নেই,, অথচ আমি সাত শ' কোটি আলোকবর্ষের দুঃখে টলমল, আমার জন্মাবধি শস্যশ্যামল অভিযাত্রী পা। শীর্ষবিন্দু,,,শীর্ষবিন্দু,,, সে আমার সুর্য-সমান সম্ভাবনার শ্যামল শীর্ষবিন্দু,,,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।