আমাদের কথা খুঁজে নিন

   

ওর আছে, আমাদের নেই। পার্থক্য এখানেই...

নির্মাণ চলছে......

লেবু কচলাতে ভালো লাগেনা। তবু ও অনেকে কচলাচ্ছেন। কিছুদিন আগে বাংলাদেশের মিডিয়া জগতের এক মডেল ও অভিনেত্রীর ভিডিও ক্লিপ নিয়ে ব্লগে যে তোলপাড় হয়েছে তা আর কোনো বিষয় নিয়ে ব্লগে এতো আলোচনা-সমালোচনা হয়েছে কি না তা জানা নেই। একজন নারীকে এভাবে সামাজিক অপদস্থ করা ঠিক হয় নি। ব্লগে আমরা যারা লিখি তারা সবাই কম বেশি শিক্ষিত।

অথচ আমরা এ বিষয়টি নিয়ে যে পরিমাণ মাতামাতি করেছি তা বলার অপেক্ষা রাখেনা। ও আমাদের সমাজেরই মেয়ে। তার বাবা আছে। মা আছে। আছে ভাই-বোন,বন্ধু-বান্ধব।

জীবন চলার পথে সে কোনো ভুল করতেই পারে, এটা স্বাভাবিক। ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছুই ঘটে। সেই সম্পর্কে কারো কোনো ভুল থাকতেই পারে। তারও এমন একটি ভুল হয়েছে এক অমানুষের সাথে সম্পর্ক গড়ে...যে তার আট বছরের প্রেমিকার বিশেষ মূহুর্তের ছবি সম্পর্ক বিচ্ছেদের কারণে নেটে ছেড়ে দিতে পারে... আর আমরা এসব ভিডিও ক্লিপ দেখে মজা করি। বন্ধু বান্ধবকে লিঙ্ক পাঠাই।

ধিক্ আমাদের মানসিকতায়। স্রেফ আমরা মজা করতে গিয়ে একটি মেয়েকে আমরা সামাজিকভাবে কতো নিচে নামিয়েছি একবার ভেবে দেখুন। ভেবে দেখুন মেয়েটির মা বাবার এখন কেমন লাগছে? বাংলাদেশে এসব ঘটনায় আত্ত্বহত্যা করেছে অনেক মেয়ে। ২০০২ সালে এক মেয়ের বাবা তার মেয়ের এমন ভিডিও ক্লিপ প্রকাশের কথা শুনে মূহুর্তই হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। অনেক অপদস্থ করেছি ওই নারী অভিনেত্রীকে; আর নয় প্লিজ... আজ আমরা এমন করছি কারণ ওর ভিডিও ক্লিপ আছে; আপনার আমার নেই।

পার্থক্য এখানেই... (বি:দ্র: ভিডিও ক্লিপ যে অমানুষটি ছাড়লো তাকে এখনো গ্রেফতার করছেনা প্রশাসন!! প্রশাসনিকভাবে তার চাচা ও মামা খুবই শক্তশালী হওয়ায় এখনো বুক উচু করে হাটছে সেই খলনায়ক!!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।