আমাদের কথা খুঁজে নিন

   

হে পরম পিতা অক্টোপাস

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

দয়া করে বলে দিন এই নগরীর জ্যামের ভবিষ্যত ঈদের আগে ক'টা লঞ্চ ডুববে আর বাস উল্টাবে অবৈধ ঘোষিত সামরিক জান্তাদের বিচার কিংবা যুদ্ধাপরাধীদের ফাঁসি আদৌ কি হবে? হে ভবিদ্রষ্টা পরম পিতা - জানিয়ে দিন রাষ্ট্রকরের লিখন বিদ্যুৎ নিয়ে বিক্ষোভের আগাম ফলাফল বিচারালয় নাকি সংসাদাগার - কোথায় রচিত হবে আইন আর কোন সরকারী মন্ত্রী যাবে রাজাকারের সংবর্ধনায়? হে ত্রিকালদর্শী বহুপদী ইশ্বর - জানিয়ে দিন নগ্ন ভিডিওনাস্ত্রের খবর আর কার দ্বিপদী প্রজনন-ক্রিয়ার সফল সম্প্রচার হবে ইন্টাবায়োস্কোপে বাজেয়াপ্ত যৌন-প‌্যাকেজের বদলে আমাদের নিস্ফল কামসূত্র আর কবে হবে পরিনত?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।