আমাদের কথা খুঁজে নিন

   

যা, তোরে বাসিলাম ভালো

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

যা, তোরে বাসিলাম ভালো যা খুশি বল না তুই, যার কাছে যতো এই রাতে দিলাম তোর ঠোঁট দুটি ছুঁয়ে পারলে তুইও দিস, ভেবে তোর মতো। যা দিলাম তোরে শেষ সঞ্চয় যেখানে রাখতে চাস, রাখ না রে তুই যা খুশি রেখে যেতে চাস; রাখতে পারিস শুধু, ভোর হলে দেখে নিস-বীজবোনা ভূঁই। যা শেষতক তোরে, বলিলাম-প্রেম বুকের ভেতরে দিলাম সে আসন গড়ে যা খুশি পারিস, হাটতে-বসতে-দৌঁড়াতে যত শুধু মুঠিতে নিস না, স্বপ্ন দেখার চোখদুটি ভরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।