আমাদের কথা খুঁজে নিন

   

আমি চাই...... তোমার কলিজা.... তোমার কলিজার ভিতরে আমি- সারাজীবন সহি-সালামতে থাকি..... )



কিন্তু তুমি কিছু পারবে না, তা আমি মানি না । রাজিব আমি যাকে চাই, আমি যাকে ভালোবাসি, হোক সে ভাই বোন বন্ধু প্রেমিক স্বামী........ তার জন্য যে আমি কি করতে পারি তোমার কোনো ধারণা নেই । তুমি শুধু আমাকে ছেড়ো না..... ডুবন্ত মানুষের খড়খুটো আঁকড়ে রাখার মতো তোমাকে ধরে রেখেছি আমি, আমাকে প্লীজ ছেড়ো না........ তুমি দেখো তুমি কি থেকে কি হও..... আমি কিছু করবো না রাজিব..... তবে তুমি মনে রেখো, মাত্র এক বছরের মাথায় তোমাকে মানুষ 'উদাহরণ' হিসেবে জানবে, চিনবে । আত্মীয়রা তাদের সন্তানদের বলবে, রাজিবরে দেখেছো? বন্ধুরা বলবে, আরে রাজিব কি থেকে কি হয়ে গেল? আর মেয়েরা তোমার জন্য হবে পাগল......... রুপবতী, কম বয়সী তোমার যোগ্য সব মেয়ে..... সেখান থেকে তুমি বেছে নিবে তোমার ইচ্ছেমতোন...... আর আমি........ দূর থেকে তোমার সুখ দেখে সুখী হবো । তুমি ততদিন আমাকে ছাড়বে না ।

কিন্তু সফল হবার পরে, তুমি আমাকে ভুলে যাবে , আর সেটা ভুল নয় । সময়ই তখন তোমাকে চালিত করবে - তোমার সুসময় । রাজিব আমার রাজিব.......................... তুমি তুমি তুমি........ তুমি আমার রাজিব..... তুমি কেন পিছিয়ে থাকবে? কেন আমাকে শুনতে হবে তুমি পরাজিত.......? তাহলে আমি কেন তোমার সাথে আছি? ধৈর্য ধরো রাজিব লক্ষী আমার সব ঠিক হয়ে যাবে শুধু একটু ধৈর্য ধরো........ মাথা ঠান্ডা করো.... হুট করে কোনো সিদ্ধান্ত নিও না ..... আর প্লীজ কোথাও চাকরি তে ঢুকে যেও না...... লাভ ইউ.......... মাঝে মাঝে এই কথাটি বলার সময় বুকের ভিতরটা কেঁপে উঠে...... সবসময়ই, কথাটি বলার সময়, আমি ধন্য হয়ে যাই । তোমার প্রতি । কারণ তুমি আমাকে এই সুযোগ দিয়েছো যে , কথাটি আমি তোমাকে বলতে পারি........ আমি তোমাকে ছাড়া বাঁচবো না... কিন্তু সুইসাইডও করবো না, এর কারণ এই নয় যে, সাহস নেই - কারণ এই যে, মরে গেলে তোমার কাছে আসার সম্ভাবনা বা উপায় সম্পর্কে, আমার কোনো ধারণা নেই; বেঁচে থাকলে অন্তত: ভাবা যায়, হয়তো কোনদিন... কত মিরাকলই তো হয় এত বড় পৃথিবীতে! এই ভাবনায় দীর্ঘশ্বাস মিশে থাকে... থাক না... হয়তো কখনো ভিজে উঠে চোখের পাতা...... ভিজুক, ক্ষতি কি! তুমি তো দেখছো না ; আর, তোমাকে তো ঈশ্বর দায়িত্ব দেননি ভিজে চোখ মুছিয়ে দেয়ার... তুমি ফাঁদ পাতিয়াছো, আমি ধরা খাইয়াছি............ আমার এক দোস্ত আছে, যে এইভাবে হাসে.... মু হা হা হা হা হা হা......... আমি এখন সেইভাবে হাসছি ।

আর মানুষ পাও নাই লিখতে গেছ শান্তা আপুর ওয়ালে! গাধা কোথাকার..... আর আমিও গাধী , তোমার পাতা ফাঁদে ধরা দিয়েছি...... ক্ষেপে গেছি এবং জনসমক্ষে তা প্রকাশ করেছি । শুধু গাধী না আমি হইলাম মহাগাধী.... গাধার বউ মহাগাধী... আমি সব দিক থেকেই তোমার চেয়ে বেটার, তো এই ক্ষেত্রে হইবো না কেন? আহা রে সোনার ময়না পাখি, লিখতে গেছো আমার আপুরে? আমি তো জানিই যে, শান্তা আপুর মতোন মহিলা তোমার মতো ছেলেকে তার চাকরও রাখে না...... আবারও হাসি পাচ্ছে... শুন রাজিব, পরশু রাতে কি হয়েছে, এটা তুমি খুব ভালো জানো...... জানো না? তুমি পাশে ছিলে না, কাছে ছিলে না, তবুও কি আমার চোখের জলে ভিজে যায় নি তোমার বুক? তোমার চোখও ভিজে উঠেনি দিদির জন্য? রাজিব আমার দিদি চলে গেছে...... আমার নীলাদিদি..... যাকে দেখার জন্য উন্মুখ হয়েছিল আমার মন, যাকে আমি সবসময়ই লিখতাম - দিদি তোমার সাথে দেখা হলেই তোমার বুকে জড়িয়ে থাকবো ১০ মিনিট..... রাজিব তুমি কি জানো, স্কয়ার হসপিটালের দীর্ঘ ক্যান্টিনে আমরা ২ জন ২ দিক থেকে ছুটে আসছিলাম, তখন প্রতিটা মানুষ দেখছিল, আমরা কাউকে পরোয়া করিনি....... রাজিব পরশু রাতে দিদি কত অভিমান নিয়ে গেছে, তা কি তুমি জানো না? সম্পূর্ণ বিনা কারণে তুমি দিদির সাথে দেখা করোনি । শেষ কয়েকদিন আমিও এভয়েড করলাম, এমন কি বইএর প্রকাশনা অনুষ্ঠানেও গেলাম না..... রাজিব,, আমার দিদি চলে গেছে..... আমার দিদি....... সেদিন রাতে কাঁদতে কাঁদতে তোমাকে ফোন করেছি..... ফোন বন্ধ । কেন রাজিব? আমার কষ্টের সময় কেন তুমি এমন করলে? সারারাত আমি জেগে । ভোর ৫ টায় দিদিকে ফোন করলাম তখন উনি প্লেন এ........ আমার গলা আটকে আসছিল ।

সারারাত এ কয়েকবারই দিদির সাথে কথা হয়েছে । শেষ ফোনটার পরেই দিদির মেসেজ- "প্লেন ছেড়ে দিল রে.." কি যে কাঁদলাম!!! শব্দ করে করে বাচ্চাদের মতো... মনে মনে প্রতিজ্ঞা করলাম, দিদি দেখ আমি ঠিক বেলজিয়াম আসবো, তোমার রাজিব কে নিয়ে । অবশ্যই আসবো । সেইদিন তোমার সব রাগ চলে যাবে । তুমি যাও আমরা আসবো আসবো আসবো...... __________________________ রাজিব, খুব কি অসম্ভব স্বপ্ন দেখে ফেলেছি? __________________________ রাজিব আমি ভেবে দেখলাম, তোমার খুব বেশী দিন আমার যন্ত্রণা সহ্য করতে হবে না ।

আমি খুব বেশী দিন বাঁচবো না... ৪০/৪২ বছরেই মারা যাবো । তখন তোমার বয়স মাত্র ৩৬ । পুরুষ মানুষের জন্য এইটা কোনো বয়সই না... তুমি খুব ভালো পাত্রী পেয়ে যাবে । আর তখন তো তুমি স্ট্যাব্লিস্ট একজন ব্যক্তিত্ব; আগের বউ মরে গেছে, এইটা কোনো বেপারই না... শুধু বাচ্চাগুলোর জন্য মায়া লাগছে....... মায়া লাগলে আর কি করা, তোমার যা ইচ্ছে, তুমি যেভাবে ভালো মনে করো, সেভাবেই কোরো..... তোমার প্রতি আমার পুরো ভরসা আছে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।