আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনা স্বামীর সঙ্গে কত সময় থাকতেন, প্রশ্ন দেলোয়ারের : আমাদের প্রশ্ন তাহলে তিনি কোথায় থাকতেন ?



প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার স্বামীর সঙ্গে কত সময় থাকতেন তা জানতে চেয়ে প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ প্রশ্ন রাখেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অধ্যাপক এম এ মান্নান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সালাউদ্দিন আহম্মেদ, সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, একটি রাজনৈতিক দলের নেত্রীর মুখে এ ধরনের বক্তব্য সমিচিন নয়। প্রধানমন্ত্রী হয়ে উনি যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।

বিএনপি মহাসচিব বলেন, ওমরা করতে গেলে সমালোচনা হয় এটা কতটা সমীচীন? সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, অসুস্থ সন্তানকে না দেখতে গিয়ে তিনি ওমরা করতে গেছেন এ থেকেই বোঝা যায় সন্তানদের প্রতি তার কতটুকু দরদ আছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে দেলোয়ার বলেন, বেগম জিয়া কেন তার সন্তানদের দেখতে যেতে পারছে না তা দেশবাসী অবগত আছে। ওয়াজেদ মিয়া যখন মারা গেলেন তখন তার একমাত্র ছেলে সজিব ওয়াজেদ জয় দেশে আসেননি একথা আমরা বলতে চাই না। তিনি দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এদিকে বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দুপুরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

সভায় কে আগে বক্তব্য রাখবেন এ নিয়ে বিশৃঙ্খলার সূত্রপাত হয়। পরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। জানা গেছে, মহানগর নাট্যমঞ্চে সভা চলাকালে প্রথমে বক্তব্য রাখেন ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল এবং যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব। এতে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা ক্ষুব্ধ হন।

তাদের দাবি স্বেচ্ছাসেবক দলের সভাপতির পর ওই দলীয় কর্মীরা বক্তব্য রাখবেন। তারা সভা বর্জন করার উদ্দেশ্যে মহানগর নাট্যমঞ্চ ত্যাগ করার উদ্যোগ নেয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব পরিস্থিতি শান্ত করতে গিয়ে ব্যর্থ হন। পরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দুই দলের কর্মীদের শান্ত করেন। বিশৃঙ্খলার জন্য ২০/২৫ মিনিট আলোচনা সভা স্থগিত ছিল।

শীর্ষনিউজ তাহলে তিনি কোথায় থাকতেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।