আমাদের কথা খুঁজে নিন

   

জি ২০ সম্মেলন : ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পাবে



জি ২০ সম্মেলন : ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পাবে নতুনদেশ ডটকম জি-২০/জি-৮ সম্মেলনকে কেন্দ্র করে টরন্টোতে সংঘটিত বিক্ষোভ ও সহিংসতায় ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠনগুলোকে ক্ষতিপূরণ দেবে ফেডারেল সরকার। এর আগে কেবলমাত্র নিরাপত্তাজোনের ভেতরে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণের সিদ্ধান্ত হলেও পরে সরকার সেটি সম্প্রসারিত করে । গত জুনে টরন্টোয় অনুষ্ঠিত জি-২০/জি-৮ সম্মেলনকে ঘিরে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। ফলে ডাউন টাউন টরন্টোর অনেক ব্যবসা প্রতিষ্ঠানকেই তাদের কার্যক্রম বন্ধ রাখতে হয়। এতে এই প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

সম্ভাব্য বিক্ষোভের আশংকায় সরকার সম্মেলনস্থলের আশে পাশে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ সম্মেলন চলাকালীন বন্ধ করে দেয়। বিদ্যমান নিয়মানুসারে, সম্মেলন চলাকালীন নিরাপত্তা বলয়ের অভ্যন্তরে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের হারানো রাজস্ব এর জন্যে ক্ষতিপূরণের আবেদন করতে পারতো। কিন্তু এবারের ভিন্নরকম পরিস্থিতিতে পুরো ডাউনটাউনেই ব্যবসা ক্ষতিগ্রস্থ হয়। ব্যবসায়ীদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে এর আগে ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি করা হয়েছিলো। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কেবল মাত্র সম্ভাব্য হারানো বিক্রি আয়ের ক্ষতিপূরণ দেবে।

তবে কোনো ধরনের ভাঙচুরের ক্ষয়ক্ষতির জন্যে তারা কোনো অর্থকড়ি দেবে না। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।