পৃথিবীতে এখনো ভাল মানুষের সংখ্যাই বেশি
একটি ট্রাফিক জ্যাম এই নিয়ে ১৩ দিন পার করল। দৈর্ঘ্য ছাড়িয়েছে ১০০ কিমি, যা দূর করতে সেপ্টেম্বরের ২য় সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পার।
বেইজিং - তিব্বত হাইওয়ে তে সূত্রপাত এই জ্যামের। অবস্থা নিয়ন্ত্রনে আনার জন্য চীনা সরকার শত শত পুলিশ নামিয়ে দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে কিছু গুরত্বপূর্ণ সড়কে একযোগে নির্মান কাজ চলতে থাকায় এই জ্যাম লেগে গেছে বলে ধারণা করা হয়।
গতকাল (রবিবার) সারাদিনে একটি ট্রাক মাত্র এক কিমি এগুতে পেরেছে।
বেশির ভাগ গাড়িই খাদ্য, তেল ও অন্যান্য মালবাহী। যেসব খাদ্য রেফ্রিজারেটরে নেই সেগুলো পচা শুরু করে দিছে। সেই সাথে ড্রাইভার ও যাত্রীরা পড়েছে খাদ্য সংকটে। আশপাশের গ্রামের লোকজন সাইকেলে করে খাবার পানি বিক্রি করছে প্রায় ১০ গুন চড়া দামে।
তাছাড়া প্রাকৃতিক কর্ম সাড়া নিয়েও আছে মহাবিপদে।
রিপোর্টে জানা গেছে, চীনের জনগন যদি বর্তমান হারে গাড়ি কেনা অব্যাহত রাখে (১৯০০ নতুন গাড়ি/দিন), তাহলে ২০১৫ তে শুধু বেইজিং-এই থাকবে ৭ মিলিয়ন গাড়ি। ফলস্বরূপ ঐ শহরের গড় গাড়ি বেগ হবে ১৫ কিমি/ ঘন্টা।
জ্যামে আটকে থাকা গ্যান নামক এক ট্যাক্সি ড্রাইভার অভিযোগ করেছেন,"পুরো বেইজিং আস্ত একটা পার্কিং লট। আমরা আরেকটা গ্রেট ওয়াল নির্মানের পথে, যা গাড়ী দ্বারা তৈরি হতে যাচ্ছে।
"
ঢাকা নিয়ে কি সতর্ক হওয়ার সময় এসেছে?
সূত্রঃ চেইন ইমেইল থেকে পাওয়া
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।