আমাদের কথা খুঁজে নিন

   

নাম না জানা , তবে নাম ভুলিয়ে দেবার মতো কিছু গান ও তাদের ডাউনলোড লিংক।

http://nishomerbanglablog.blogspot.com/

…………… এর আগে ২০০ মেগাবাইটের এক মোটামুটি কালেকশন শেয়ার করেছিলাম। আজ অল্প কিছু গান শেয়ার করবো , যেগুলা আমি শুনতেই থাকি এবং ঘড়ির দিকে তাকাতে ভুলে যাই, হয়তোবা ইচ্ছে করেই তাকাইনা। গান গুলো খুব যে আহামরী কোনো শিল্পীর কিংবা আহামরী কোনো ব্যান্ডের , তা না। তবে হ্যা, গানগুলো আহামরী ! অনেকেই হয়তো গান গুলো শুনেছেন, দয়া করে বলবেন না, “ ওই, তোমার কান কি স্লো কিনা? এইগুলান কি আজকের গান নাকি?” তাদের জন্য বলছি “ ভাই, আমার ভুল হয়ে গেছে। তবে আমি দেরীতে শুনলেও শেয়ার করেছি, আপনারা আগে শুনে কি করেছেন?” আপনাদের সুবিধার্থে 4shared এ গান গুলো আপলোড করে দিলাম।

১)The river flows frozen – ETOS (আমার খুব পছন্দের ১টা ডেড মেটাল ব্যান্ড , যারা শুধু ,মেটালই নয়, মেলোডি নিয়েও কাজ করে) Click This Link ২)Delling – Manegarm (এই ব্যান্ডের নাম আজো উচ্চারন করতে পারিনি। এরা মুলতঃ ফোক মেটাল করে, তবে এই গান শোনার পর অনেকেই ভ্রু কুচকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন – “ এইটা মেটাল? মাথা খারাপ?” গানটা শুনলে অটোমেটিক্যালি “তাহার” কথা মনে পরে যায়!! মজার কথা হলো, এখন পর্যন্ত এই গানের লিরিক্স পাইনি। ) Click This Link ৩)Tears – Ensiferum ( ভাই, কেউ যদি গানের সাথে সাথে লিরিক্স শুনাটাকেও খুব দাম দেন, তার জন্য এই গান। আর যে কন্ঠ দিয়েছে, তার জন্য মন থেকে খুব সুন্দর একটা বানী অবশ্যই আসবে, যদি কিনা গান আপনি মন দিয়ে শুনে থাকেন!! এরাও কিন্তু ফোক মেটাল করে !) Click This Link ৪) Nothing else matters – Gregorian , cover song ( মেটালিকার এই গান কে না শুনছে?? এমন কি ন্যাশনাল জিওগ্রাফিকে যখন মেটালিকার উপর ডকুমেন্টারী দেখানো হয়েছিলো, ব্যাকগ্রাউন্ডে তখনো এই নাথিং এলস মেটার বাজে ! আর এই মোহ জড়ানো গানটাই যদি হয় চার্চের রহস্য ও আবেগজড়িত ভাবে গাওয়া? চিন্তা করতে কষ্ট হচ্ছে? তাহলে শুনেই দেখুন না! গ্রেগরিয়ান ব্যান্ড হলো অনেকটাই এপোক্যালিপ্টিকার মতোন। তবে পার্থক্য হলো , এদের ভোকাল আছে এবং ২টা না ৪টা না!!! ১০টা ভোকাল !!! ২টা কি-বোর্ডিস্ট! এখন আপাতত লিখাটা পড়া বাদ দিয়ে গানটা নামান, ধন্যবাদ পরে দিয়েন ) Click This Link ৫) চলে গেছো তাতে কি? – নির্ঝর , শাবিপ্রবি ( ভাই, প্লিজ মারবেন না ! শিরোনাম তো দেখেছেন নাকি? “নাম না জানা … “ এই গানের নাম কয়জনে জানে? আর কয় জনেই বা শুনছে?? গানটা শুনলেই তো মনে হয় , যে গাইছে, বেচারা আসলে কতো দুঃখ পায়া গাইছে এই গান!!) Click This Link ৬) সর্বশেষে এই গান।

রবীন্দ্র সঙ্গীত , তবে আমি নিজে এর আগে শুনিনি। না বাংলা , না সম্পুর্ণ হিন্দী ! গেয়েছে কে , সেটা হইলো দেখার মত , আশ্চর্য !! তুহীন ভাই , শিরোনামহীনের !!! কি যে গাইসেরে ভাই , পুরররাই চিরয়ীত রবীন্দ্র শিম্পীদের মাত দেবার মতোন !!! বাংলাদেশের একজন কে যদি বলা হয় ভারতের কেয়লাস খের এর সাথে তুলণা দেবার মতো ( ভিন্ন ঘরানার সঙ্গীতের ভিত্তিতে) আমি চোখ বন্ধ করে বলবো “তুহীন ভাই”। ) http://www.youtube.com/watch?v=YchrzFI5Jj8

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।