<<মধ্যরাতের হাইওয়ে>>
"দুর্বল মার খাবে এবং সবল মেরে যাবে", এই নীতি থেকে পৃথিবী একটুও বিচ্যুত হয়নি। বরং দিনে দিনে আরো শক্তভাবে এই নীতি মেনে চলার চেষ্টা করা হচ্ছে।
আপনি -আমি সারাদিন মানবতা মানবতা করে চিৎকার করলেও কোন লাভ হবে না। যারা শোষণ করতে পারে, দুর্বলকে দমিয়ে রাখতে পারে তারাই আজ সবচেয়ে বড় মানবতাবাদী। আর আপনার হাতে যদি গোয়েবলসীয় মিডিয়া পাওয়ার থাকে , তাহলেতো কথাই নেই।
আপনি যত কুকর্মই করে থাকেন না কেন, যত মানবতাবিরোধী কাজই করে থাকেন না কেন, আপনিই হবেন মানবতাবাদের পথপ্রদর্শক। এমনকি উদ্বাস্তুদের জন্য পাঠানো ত্রাণের জাহাজে গুলি করলেও কিংবা ত্রাণ আটকে দিলেও কোন সমস্যা নেই। এটা মানবতার বিরুদ্ধে অপরাধে পড়বে না।
মানবতার সংজ্ঞাকে কেন পরিবর্তন করা হচ্ছে না, তা আমি বুঝতে পারি না। যাই হোক, অত কথায় কাজ নেই।
আসুন কিছু ভয়ঙ্কর শীর্ষ সন্ত্রাসীদের দেখে নেই.........
................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।