আমাদের কথা খুঁজে নিন

   

আইন ১ খেলোয়াড় (দ্য প্লেয়ার্স) (ক্রিকেটের আইন-২০১০)

microsteps(at)yahoo.com

আইন ১ খেলোয়াড় (দ্য প্লেয়ার্স) ১. খেলোয়াড়ের সংখ্যা কোন খেলা হবে দুই দলে, প্রতি দলে থাকবে এগার জন খেলোয়াড়, যাদের একজন হবে অধিনায়ক। সম্মতির মাধ্যমে উভয় পক্ষে এগার জনের কম বা বেশী খেলায়াড়ের অংশগ্রহণে একটি খেলা হতে পারে, কিন্ত এগার জনের বেশী খেলোয়াড় কখনো একসাথে ফিল্ডিং করতে পারবে না। ২. খেলোয়াড়ের মনোনয়ন টসের পূর্বে প্রত্যেক অধিনায়ক লিখিত ভাবে যে কোন একজন আম্পায়ারের কাছে তার খেলোয়াড় মনোনয়ন করবে। মনোনয়নের পর বিপক্ষ অধিনায়কের সম্মতি ব্যতিত কোন খেলোয়াড় পরিবর্তন করা যাবেনা। ৩. অধিনায়ক যদি কোন সময় অধিনায়ক উপস্থিত না থাকে, একজন সহকারী তার হয়ে কাজ করবেন (ক) যদি টস করার সময় অধিনায়ক উপস্থিত না থাকেন, তখন সহকারী অবশ্যই খেলোয়াড় মনোনয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন, যদি না তা(খেলোয়াড় মনোনয়ন) আগেই হয়ে থাকে, এবং টস করবেন। দ্রষ্টব্য উপরের ২ধারা এবং আইন ১২.৪ (দ্য টস)। (খ) খেলোয়াড় মনোনয়ন পরবর্তী যে কোন সময়, শুধুমাত্র একজন মনোনীত খেলোয়াড় সহকারী হিসেবে এই আইনগুলোতে বর্ণিত অধিনায়কের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যসমূহ পালন করবেন। ৪. অধিনায়কদের দায়িত্ব অধিনায়করা সবসময় এই বিষয়টি নিশ্চিত করতে দায়িত্ববদ্ধ যে চেতনা এবং খেলার ঐতিহ্য অনুযায়ী খেলা পরিচালিত হবার পাশাপাশি আইন অনুযায়ীও পরিচালিত হচ্ছে। দ্রষ্টব্য সূচনা – ক্রিকেটের চেতনা এবং আইন ৪২.১ (সংগত ও অসংগত খেলা – অধিনায়কদের ভূমিকা)। আগের পোস্ট: সূচনা – ক্রিকেটের চেতনা ( দ্য প্রিঅ্যাম্বল – দ্য স্প্রিট অব ক্রিকেট) LAW 1 THE PLAYERS 1. Number of players A match is played between two sides, each of eleven players, one of whom shall be captain. By agreement a match may be played between sides of fewer than, or more than, eleven players, but not more than eleven players may field at any time. 2. Nomination of players Each captain shall nominate his players in writing to one of the umpires before the toss. No player may be changed after the nomination without the consent of the opposing captain. 3. Captain If at any time the captain is not available, a deputy shall act for him. (a) If a captain is not available during the period in which the toss is to take place, then the deputy must be responsible for the nomination of the players, if this has not already been done, and for the toss. See 2 above and Law 12.4 (The toss). (b) At any time after the nomination of the players, only a nominated player can act as deputy in discharging the duties and responsibilities of the captain as stated in these Laws. 4. Responsibility of captains The captains are responsible at all times for ensuring that play is conducted within the spirit and traditions of the game as well as within the Laws. See The Preamble – The Spirit of Cricket and Law 42.1 (Fair and unfair play – responsibility of captains).

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।