আমাদের কথা খুঁজে নিন

   

এক নজরে দেখে নিন ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে কোন দেশের অবস্থান কেমন এবং সেই সাথে আমাদের দেশের অবস্থান। (Internet Users Ranking)

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
আসুন এবার জানি ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে কোন দেশের অবস্থান কেমন এবং সেই সাথে আমাদের দেশের অবস্থান। রিঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দেখে আমি কিছুটা হতাশ। ১০০ দেশের পর আমাদের অবস্থান তার কারন কি কি হতে পারে তা হয়তো আমরা সবাই ধারনা করতে পারি। একে তো দরিদ্র দেশ তার উপর ইন্টারনেট ব্যবহার করা অনেকটা ব্যয়বহুল। আর এদিকে সরকার গলা ফাটিয়ে বলছে বাংলাদেশ’কে নাকি ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করবে।

আর সেটা কতটুকুই বা সম্ভব যে দেশে এখনো সম্পূর্ন ভাবে বিদ্যুতায়ন হয়নি আবার যে সব শহর বা শহরতলী’তে বিদ্যুৎ আছে সেখানে তো বিরামহীন লোডশেডিং। এছাড়া অস্থির রাজনীতি তো আছেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সরকার ভালো কোন পদক্ষেপ নিল বিরোধীদল তখন সেখানে বাধা হয়ে দাড়াবে। আমি আমাদের দেশের অস্থির রাজনীতি’কে ঘৃনা করি তারা যতদিন থাকবে দেশে কোনভাবেই সাফল্যের মুখ দেখতে পারবেনা। গতবার যখন আওয়ামীলীগ ক্ষমতাশীন ছিল তখন তারা বলেছিল হরতাল করবে না কিন্তু পরের চিত্র সবার জানা।

৫’টি বছর তারা অরাজগতা সৃষ্টি করেছিল। আর সরকার পার্টি লুট করেছে আমাদের দেশের সম্পদ বেশ কয়েকবার চ্যাম্পিয়ান হয়েছিল দূনির্তি’তে। তারপর বড় বড় ডায়লগ (ডিজিটাল বাংলাদেশ গড়বে, সর্বনিম্ন মূল্যে চাল, ডাল … আরো কত কি !!!) দিয়ে ক্ষমতা পেল আওয়ামীলীগ। এখন আওয়ামীলীগ কোন পদক্ষেপ নিলে তাতে নাক গলাবেই বিএনপি। আর এখন আমাদের দেশের টিভি নিউজ গুলো দেখলে হাসি পায়।

একবার আওয়ামীলীগের মঞ্চের দিকে মাইক্রোফোন ধরিয়ে দিচ্ছে আবার তার পরেই বিরোদী দলের মঞ্চের দিকে মাইক্রোফোন ধরিয়ে দিচ্ছে… আর রির্পোটা’রা নির্বাক তাদের বক্তব্য হলো অনেকটা এমন ” অমুক মন্ত্রী এটা বলল আর তার প্রেক্ষিতে বিরোধী দলের অমুক এটা বলল”। আর রির্পোটার’রাই কি বা বলবে কারন উল্টা পাল্টা কিছু বলতে গেলে জামেলায় পড়তে হবে পরে তার টিভি চ্যানেলে’র লাইসেন্স নিয়ে টানাটানি। ডিজিটাল বাংলাদেশ গড়ুক আর তাজমহল-ই গড়ুক সবার আগে বিদ্যুতায়ন করা সবচেয়ে জরুরী এবং সবাই যেন তথ্য প্রযুক্তি সর্ম্পকে বেশি বেশি জানতে পারে সেজন্য হ্রসকৃত মূল্যে কম্পিউটার সেবা। দেশের মানুষকে জ্ঞান চর্চার সুযোগ করে দেয়া। আসলে এসব নিয়ে আমার লিখার ইচ্ছে ছিলনা বা মনের অজান্তেই ক্রোধ গুলো প্রকাশিত হয়ে গেলে।

। । এবার মুল কথায় আসি… দেখে নিন রিঙ্কিয়ে কোন দেশের অবস্থান কেমন : আমাদের বর্তমান অবস্থান অবস্থান ১০৪ … আগামীর ডিজিটাল বাংলাদেশ !!! *তথ্যসুত্র :- উইকিপিডিয়া জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ফেইসবুক ব্যবহারের দিক থেকে এগিয়ে থাকা ৩০টি দেশের অবস্থান : ফেইসবুকে এশিয়া মহাদেশের অবস্থান : এছাড়া countries.bridgat.com এই ওয়েবসাইটি থেকে বিশ্বের অনেক দেশের সম্পর্কে নানা রকম তথ্য পেতে পারবেন। সবাই ভালো থাকবেন সেই শুভ কামনা রইল...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।