www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি"
জালানার বাহিরে দেখি
কত রঙ, কত উৎসব
পর্দার আড়ালে থেকে
দেখি আমি সব
আসতেও চাই না আমি
বাহিরের মাঝে সবার
নিজেকেও ভাবিনা
আমি তোমাদের আরেকজন
বিক্ষোভের ভাষা হারিয়ে
উন্মাদ আমার মন
সবই মিছে তোমার তামাশা
নিয়মের মুখোশে
হে সমাজ,আমি চাইনা তোমার আশ্রয়
হে সমাজ, আমি হওয়েছি আজ নির্ভয়
আমি দেখতে চাই আমার স্বকীয়তা
আমি থাকব সবার ভিন্ন
হে সমাজ, আজ নিজে মনে সংশয়
কত বেশি বদলে গেছে
সমাজের রীতিনীতি
স্বার্থের ভূষণ মেখে
সমাজ সেবক নেতারদল
অপরাধ সবারই আছে
দেখেনা দেখে সবাই
ঝনঝাট এড়িয়ে চলে
সচকিত নাগরিক
একদিন হবে মোদেরই জয়
থাকবেনা আর কারও মনে কোন সংশয়
সেই দিন হবে পৃথিবী যে
আলো ঝরা হাসি গানে ভরা
হে সমাজ, আমি অন্ধকারে আর নই
হে সমাজ, আমি করব নাকো আর ভয়
আমি ভাংতে চাই সেই রীতিনীতি
যেথা অন্যায় হয় স্বীকৃত
হে সমাজ, আমি অন্ধকারে আর নই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।