কবিতা
জল পরী-৩
মেঘ নীল
এইখানে জীবন থেমে গেছে আজ, মৃত্যু নদীর পাড়ে।
কথা ছিল বহু দূর যাবো, দুজনার দু’টি হাত ধরে।
তোমার চোখেতে স্বপ্ন ছিল, রঙিন তুলোতে বুনা;
দেখাতে তুমি স্বপ্ন আমায়, রঙের আলপনা।
তোমার স্বপ্নে বিভোর ছিলাম, ছিলাম অন্ধ প্রায়;
তুমি চলে গেলে স্বপ্ন নিয়ে, সত্যি, অন্ধ হয়েছি হায়!
অন্ধরা কি রং দেখে? দেখে না; আমিও তেমন।
সাতটি রঙের পৃথিবী, তবু সাদা কালো দেখে, এ দু’টি নয়ন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।