আমাদের কথা খুঁজে নিন

   

কবি ও শিল্পী তবে নরকের জ্বালানি।

চিন্তার নিরংকুশ স্বাধীনতায় বিশ্বাস করি না। চিন্তার দায়বদ্ধতা মানুষ,সমাজ,সভ্যতার কাছে।

ঈশ্বরকে খুন না করে কি কবি হ্ওয়া যায় ? পরাক্রমশালী ঈশ্বর প্রতি মুহূত্তে আভিশপ্ত করেন কবিকে নরকের জ্বালানি হতে । ঈশ্বরকে খুন না করে কি তুলি ধরা যায় ? পরাক্রমশালী ঈশ্বর প্রতি মুহূত্তে আভিশপ্ত করেন শিল্পীকে নরকের জ্বালানি হতে । সৃষ্টিশীলতায় কি তবে শুধুই ঈশ্বরের একক অধিকার। তবে কি ঈশ্বর খুন না হয়ে উপায় আছে কবি ও শিল্পী কাছে ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।