উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
এর আগে এবিষয়ে ছোট একটি সংবাদ লিংক আকারে দিয়েছিলাম। ঐ সময় বিস্তারিত ভাবে পড়তে সুযোগ পাইনি। আজ ঠিক করেছি আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য মুলক বিবরনী দেব। ঠিক এই সময়ে পূর্বেকার খবরটি বিস্তারিত পড়তে গিয়ে রীতিমত চোখ ছানাবড়া হওয়ার মত।
ঐ সংবাদে লেখাঃ-
----- "এ ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করতে ৮ দশমিক ৪ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আর এই পুরো প্রকল্প চলবে বাংলাদেশের গ্যাসে। " -------
ক্যলকুলেটরে এতগুলো শুন্য দেবার জায়গা নেই।
কিছু এদিক ওদিক খোঁজাখুঁজির পর যা পেলাম, তাতে মনে হচ্ছে না বাংলাদেশ নিজের সরবরাহ সংকুচিত না করে ৮,৪০০,০০০,০০০,০০০ কিউবিক ফুট গ্যাস প্রতিবেশি দাদা দেশকে দিতে পারবে।
এই সাইট থেকে উদ্ধৃতি দিলাম
---- "Natural gas is the only significant source of commercial energy, and accounts for almost 75% of commercial energy consumption. The largest gas consumers are the power and fertiliser industries, which account for around 70% of daily production. Current supply capacity of 1,450 MMcf/d, however, is insufficient to meet the projected growth in demand; gas consumption, currently at 1,400 MMcf/d, is expected to grow at a rate of 10% per annum." ------
এ ছাড়া এই প্রতিবেদন সম লেখাটি লিখতে গিয়ে দেখলাম (MMcf/d=মিলিয়ন মিলিয়ন কিউবি ফুট পার ডে), মিলিয়ন মিলিয়ন, টৃলিয়ন, বিলিয়ন ইত্যাদি জাতীয় গণণায় যুক্তরাষ্ট্রের গণণাকে বিজ্ঞানী উৎসুক লোক প্রাধান্য দিয়ে থাকে। আমি সেটাই ব্যবহার করার চেষ্টা করেছি।
ভুল হলে জানাবেন।
সারনী ও ব্লক এলোকেশন ছবি জনাব জাভেদ চৌধুরী, ম্যনেজার, রিজার্ভোয়ার ইন্জিনিয়ারিং পেট্রেবাংলা এর প্রেজেন্টেশন থেকে নেয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।