আমি আশা করবো..”তুমি আমাকে বুঝবে
এভাবে জোঁড়া-তালি দিয়ে দেশটাকে আর কতদূর এগিয়ে নেয়া যাবে ! এটা তো পাকিস্তান, আফগানিস্তান বা ইরাকের মতো অকার্যকর রাষ্ট্র নয়। তাছাড়া এমন কোন প্রাকৃতিক বিপর্যয়ও আমাদের ওপর নেমে আসেনি, একমাত্র রাজনৈতিক বিপর্যয় ছাড়া। তবে এটা এলার্মিং যে গ্রীণ হাউজ ইফেক্ট এর কারণে আমরা বড় ধরণের বিপর্যয়ের সম্মুখিন। তার প্রকৃষ্ট উদাহরণ হলো পাকিস্তান। এটা তো অত্যন্ত পরিষ্কার যে, আমাদেরকে এখন কি নিয়ে ভাবতে হবে।
যেটা পৃথিবীর অন্যান্য দেশগুলো করছে। প্রকৃতির এই মহা বিপর্যয় কিভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে যখন তারা সবাই ব্যস্ত তখন আমরা কি করছি ! আমরা সংবিধান সংশোধনী , এরশাদ , কর্ণেল তাহের, গোলাম আজম,কে কবে কি করেছিলো বা কে কবে কি করে নাই ইত্যকার বিষয়াদি নিয়ে ভীষন ব্যস্ত। কিন্তু আমরা একবারও ভাবছি না আল্লাহ না করুন কোন বড় ধরনের সংকট তৈরি হলে আমাদেরতো যাবারও জায়গা নেই। কোথায় যাবেন ? ভারত বিদ্বেষি প্রচারণার কারণে তারা শরণার্থি হিসাবেও আমাদের জায়গা দিবে না। ভৌগলিক অবস্হানের কারণে আমাদের তিনদিকে ভারত, তবে একটা দিক খোলা আছে , সেটা-বঙ্গোপসাগর ! সেখানে আমার আপনার জন্য অপেক্ষা করছে বড় বড় হাঙ্গর-তিমি-কুমির।
আসুন, আমরা তথাকথিত রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে এসে আমাদের পৃথিবীকে রক্ষার কথা ভাবি সর্বোপরি আমার দেশকে ভালবাসি এবং দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অবকাঠামো উন্নয়নে মনোযোগী হই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।