আমাদের কথা খুঁজে নিন

   

২০,০০০ খণ্ডকালীন প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়।

প্রাথমিক পর্যায়ে খণ্ডকালীন ২০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল দুপুরে এ সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী সই করেছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান। অনুমোদনের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সচিব।

তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে বিদ্যালয় পর্যায়ে এর বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। এজন্য এখনই এ সংক্রান্ত অন্যান্য প্রস্তুতি প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ রয়েছে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়াসহ অন্যান্য প্রস্তুতি শেষ হবে বলে আশাবাদী তিনি। জানা যায়, বছরের শুরু উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঙ্কট মেটাতে ‘পুল’ গঠনের উদ্যোগ নেয় সরকার। সে অনুযায়ী প্রস্তাবনা এবং নীতিমালা তৈরির কাজ শুরু হয়।

এ মাসের মাঝামাঝিতে নীতিমালা চূড়ান্ত করা হয় এবং সংস্থাপন মন্ত্রণালয়ের অনুমোদন পায়। গতকাল তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে ‘জরুরি’ হিসেবে অনুমোদন দেয়া হয়। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রতি উপজেলা ও মহানগরী ওয়ার্ড পর্যায়ে সর্বোচ্চ ৪০ জন করে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করা হবে। তাদের চাকরি অস্থায়ী হলেও রাজস্ব খাত থেকে বেতন ভাতাসহ অন্যান্য সুবিধা দেয়া হবে। প্রাথমিকভাবে তিন হাজার টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে।

প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। সুত্রঃ মানবজমিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.