আমাদের কথা খুঁজে নিন

   

যুগ যুগ করে আমি যুগের পিছু পিছু যাই, অনেক দূর গিয়ে দেখি একি!! যুগ যে সাথে নাই

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

যুগের সাথে তাল মিলিয়ে এদিক সেদিক যাই, হঠাৎ করে চমকে দেখি যুগ যে সাথে নাই ! হতাশ মনে ঘুরি ফিরি যুগকে শুধু খুঁজি, যুগের দোহাই দিয়েইতো এত্ত কিছু বুঝি। প্রেমিক মনা রইস্যা চোরা সেও প্রেমে পড়ে, সারা রাত্রি চুরি ধারি দিনেতে প্রেম করে। চুরির টাকায় প্রেমিকাকে নতুন শাড়ী দেয়, শাড়ী পাইয়্যা প্রেমিকা যে খুশির রূপ নেয়। হাফপেন্ট পড়া কালু পাগলা পাগলামিতে সেরা, যুগের সাথে তাল মেলাতে সেও দিশেহারা। চোখে লাগায় বেলাক গ্লাস টাকে লাগায় জেল, যুগের স্বপ্নে বিভোর হয়ে তাকায় ফ্যাল ফ্যাল। কলেজ ছাত্র রহিম শেখ বিরাট দিলের ছেলে, এত্ত বড় দিল বুঝি আর কোথাও না মেলে। ইশক মোহাব্বত কা দুনিয়ায় রহিম হইল রাজা, বোম্বে স্টাইল ফেইল মারে রহিম স্টাইল তাজা। সবই হইল যুগের হাওয়া এমনি বয়ে যায়, যুগের সাথে তাল মিলিয়ে সবাই... যুগের গানই গায়। আমিও তাই যুগের পিছে ছুটছি সব ফেলে, জানি না কবে যে আমার যুগের দেখা মেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।