যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!! নিমফুলের গালিচা মাড়িয়ে শিউলির বনে ঘুঘুডাকা মুখরিত সময় বেমালুম মগ্ন চিলের ধ্যানভাঙ্গানো সকালে অশ্বথের শাখে লক্ষীপেঁচাদের নিংড়ানো জীবন, অলখ্যে নিভে যাওয়া সন্ধ্যেবাতির শিখায় নেমে আসে আঁধারের দেবতারা থই থই বর্ষার জলে, বুনোহংসের পাল ভেসে যাওয়া কচুরিপানার ভীড়ে গোছা গোছা বেগুনী নরম ফুলের মমতা, সোনালী ধানের তীব্র গন্ধে ঘুমহারা কৃষানের চোখে ফেরী করে ফেরা নতুন স্বপ্নের বুনট। রাখালিয়া সুরে জেগে উঠা ভাঙ্গা হৃদয়ের রক্তাক্ত স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকার উপায় আর বিজলী মেয়ের দীঘলকালো চুলের চুঁইয়ে পড়া বৃষ্টির জল যেন আজ একরাশ বিচ্ছিন্ন হাহাকারের প্রতিচ্ছবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।