আমাদের কথা খুঁজে নিন

   

আর পারছিনা গুরু, সেই নার্সারী থেকে শুরু

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

জীবনের ছাব্বিশটা বসন্ত হইলো বিয়োগ, এখনো পাইলাম না কোথাও নিয়োগ। পড়ালেখা না করিতে করিতেও করিলামতো বেশ, আজো হইলো না পড়ালেখার শেষ। এত পড়িয়া কি হইবে কে জানে? আজো পাইলাম না ইহার মানে। করিতে বসিলে অংক- মাথায় লাগিতো জট।

ইংরেজীর কথা কি আর বলিব? ও মাই গড! বিজ্ঞানের মধ্যে পেজগি ভরা, ওরে বাপ রে বাপ। ইতিহাস জাইনাই বা আমার, কি হইবে লাভ? হিসাব বিজ্ঞানে দেখি শুধুই হিসাবের গরমিল। লক্ষ্য টাকার হিসাব শেষে- নিজের পকেট NIL. রসায়নের মধ্যে নাই একটুখানি রস, পদার্থ পড়িয়াও অপদার্থ খেতাব ইহাই আফসোস। পরিসংখ্যানে নাই মিষ্টি আছে ঝাল আর টক, ব্যবস্থাপনা না পড়িয়াও অনেকে সফল ব্যবস্থাপক। অর্থ সম্পদ আল্লাহর দান তাহার কিসের নীতি? সব মিলাইয়া আমার, পড়ালেখায় নাই প্রীতি।

ইতপূর্বে ইহা লইয়া একটা ইতিহাস রচিত হইয়া গিয়াছে। মূল আকর্ষন মন্তব্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।