আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগঃ উনাদের ছবি--উনারা কিন্তু মানুষ না সাপ--দ্বিতীয় পর্ব

যে মুখ নিয়ত পালায়......। ।

সর্প বিষয়ক কিছু লেখতে ভয় লাগে। আমি ভীতু প্রজাতির মানূষ তাই হয়ত। সর্পের এই ছবিগুলো রাকিব কিশোর ভাইজানের কাছ থেকে প্রাপ্ত।

তার এবং আমার দুইজনের ই অত্যন্ত ভাল লেগেছে। তবে ছবিগুলো পা মাটিতে রেখে দেখতে আমার ভয় করে। তবে যাইহোক, ভয় বলিতে কিছু নাই,নিঃশ্বেষে প্রান যে করিবে দান,ক্ষয় নাই তার ক্ষয় নাই এই মন্ত্রে দীক্ষিত হয়ে ছবিগুলো শেয়ারে নামলাম। সর্পবিষয়ক গতপর্বের প্রশ্নের উত্তরটা সম্পর্কে আজ একজনের পোস্টে হালকার উপর ঝাপ্সা ধারনা পেলাম। উনি জানিয়েছেন, যেসব সর্প মানুষ হয় ওগুলো নাকী সর্প না ওগুলো জ্বীন।

বাংলা ছবিতে যে সাপের নামে আমাদের জ্বীন দেখানো হইছে এবং মস্তবড় ধোকা দেয়া হইছে তার জন্য পরিচালকদের উপর এখন মামলা করা দরকার। বাংলাদেশের নিরীহ জনগন আর কত ধোকা খাবে। জাতির আজ পেট ভরে গেছে সে আর ধোকা খতে চায় না.। এখন শেয়ারকৃত ছবি গুলো দেখেনঃ লুল প্রজাতি নিয়া দ্বিতীয় লেখাটা পাবলিক খায় না কেন চিন্তার বিষয়!! এ ম্যাটার অফ থট!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।