সে বলেছিল
"'শ্রাবনের সন্ধায়, বর্ষার রাতে,
নতুবা কোন স্নিগ্ধ বসন্তের সুপ্রভাতে,
আমি;তুমি ছিলে আমারই পাশে,
হয়তবা সেই ভোরের বাতাসে।
বুঝেছিলাম যে কেউ আমায় ভালোবাসে।
আশ্চর্য তো!!ভালোবাসা কি হাতের মোয়া নাকি???
আর যাকে আমি বন্ধু ভাবি
সেই হবে আমার প্রেমিক বা প্রিয়তম ???
হা: হা: হাসতে ইচ্ছা হচ্ছে খুব ; আমি হাসি
আমার চোখ নাকি চন্চ্ঞলা হরিণীর মতন
ইস: কি চাপাবাজি ; সব কিছুই ফাকিবাজি।
আমার হাসি নাকি সীতাকুন্ডের ঝরনা
এভাবেই সে দিত প্রতিদিন আমার বর্ননা
আমি সবই বুঝতাম পামপট্টি মারা
মনে মনে ভাবতাম চান্দু তুই দাড়াঁ
তোকে দেখাবো আমি মজ।
বাপের নাম ভুলে যাবি দেব এমন সাজা
দেখেছোত ঘুঘু , দেখেছোকি ফাদঁ???
ফাদঁ দেখিয়ে মিটিয়ে দেব , ভালবাসার সাধ।"
আর আমি ভাবতাম ফাদঁতো দেখতেই চাই
লাবনি বনলতা সবাইতো ফাদঁ...
ভালবাসাওতো মাঝে মাঝে ন্যাকামি
আমিও না হয় ন্যাকা .....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।