আমাদের কথা খুঁজে নিন

   

২১ অগাস্ট নিহতদের স্মরণে প্রধানমন্ত্রী

ফাইল ছবি বুধবার বেলা ১১টার দিকে প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে অস্থায়ী বেদীতে ফুল দেন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসাবে নেতাকর্মীদের নিয়ে এবং ১৪ দলের পক্ষে আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
ফাইল ছবি
শ্রদ্ধা নিবেদনের পর ওই হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
গ্রেনেড হামলায় আহত ৫০ জনের হাতে সহায়তার চেকও বিতরণ করার কথা রয়েছে তার।
মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগ ও ১৪ দলের জ্যেষ্ঠ নেতারা শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার ঠিক আগে উপর্যুপরি গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো ওই হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও নিহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ অন্তত ২৩ জন।
গ্রেনেড হামলার ওই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ বিএনপি জামায়াত-জোট সরকারের কয়েকজন মন্ত্রীও আসামি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।