আমাদের কথা খুঁজে নিন

   

৭ ঘণ্টায় আবেদন ১০ লাখ

ব্রাজিল-২০১৪ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম ৭ ঘণ্টাতেই ১০ লাখ আবেদন জমা পড়েছে। 

গতকাল মঙ্গলবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ তথ্য নিশ্চিত করেছে। 

ফিফা জানায়, আগামী বছরের ১২ জুন উদ্বোধনী ম্যাচ ও আর রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালের ম্যাচের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। 

সবচেয়ে বেশি আবেদন জমা পড়ছে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, চিলি ও ইংল্যান্ড থেকে। 

উল্লেখ্য, টিকিট কিনতে হলে ফিফার ওয়েবসাইটে আবেদন করতে হবে। প্রথম পর্যায়ে ১০ অক্টোবর পর্যন্ত জমা পড়া আবেদনগুলোর মধ্যে লটারি করে টিকিট বরাদ্দ করা হবে। ৩২টি দলের গ্রুপ পর্যায়ের ম্যাচসূচি চূড়ান্ত হওয়ার পর আগামী ৮ ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে টিকিট বিক্রি শুরু হবে। তৃতীয় পর্যায়ে টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।