ইউএস ওপেন চলাকালে নিজের মিষ্টান্ন পণ্যের ব্র্যান্ডের প্রসারের জন্য সুগারপোভা নামে পরিচিত পেতে চেয়েছিলেন মারিয়া শারাপোভা। নাম পাল্টাতে ফ্লোরিডা আদালতে আবেদনও করেছিলেন।
কিন্তু রুশ সুন্দরী শারাপোভা ধীরস্থিরভাবে চিন্তাভাবনা শেষে সিদ্ধান্ত পাল্টে ফেললেন। তাই ফ্ল্যাশিং মিডোসে শারাপোভা নামেই নামছেন তিনি।
রাশিয়ান তারকার এজেন্ট ম্যাক্স এইজেনবাড গতকাল মঙ্গলবার বললেন, আমরা এই সিদ্ধান্ত থেকে একেবারেই সরে এসেছি।
এইজেনবাড ইএসপিএন’কে জানালেন, ইউএস ওপেনের পরই শারাপোভাকে চীন ও জাপানে যেতে হবে। তাই নাম পাল্টানো অনেক ঝামেলার হবে।
আপাতত কাঁচের বাক্স ভর্তি সুগারপোভা ক্যান্ডি নিয়ে একটি ট্রাক সারা মিয়ামি শহর ঘুরে বেড়াবে, এমনটাই চিন্তা করছেন শারাপোভা।
উল্লেখ্য, গত বছর সুগারপোভা চুইং গাম ও ক্যান্ডি বাজারে আসে। প্রথম বছরেই প্রায় ১.৮ মিলিয়ন ব্যাগ বিক্রি হয় উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে।
আসছে বছর দক্ষিণ আমেরিকাতেও বাজারজাত করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।