আমাদের কথা খুঁজে নিন

   

জজ মিয়া নাটক



আগস্ট মাসকে আমি খুব ঘৃণা করি কারণ এই মাসে অনেক বাজে কিছু হয়েছে আমার ব্যক্তিগত ও সামাজিক জীবনে। আজ ২১শে আগস্ট!!!!! নয় বছর আগে এই দিনে বর্তমান প্রধান মন্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যে ভয়ংকর গ্রেনেড হামলা হয়। কিন্তু ভাগ্যের জোরে ও সাধারণ মানুষের দোয়ায় উনি বেচে যান। যার জন্য আল্লাহ্‌ রাব্বুল আল-আমীনের কাছে অনেক সুক্রিয়া। কিন্তু প্রিয় সরকার আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গাতে।

আপনাদের সরকারের মেয়াদ প্রায় ৫ বছর শেষ এর মাঝে বিচারের কিছুই করতে পারলেন না। "বাহ !!! ভাল না? ভাল তো !!!!!!" আপনাদের কি মনে হয় অন্য কোন সরকার এসে এই বিচার করবে????? এক সরকার মিথ্যা জজ মিয়া নাটক বানায়ছিল। এখন মনে হয় "উকিল মিয়া" "মোক্তার মিয়া" "হাকিম মিয়া" নানা নাটক দেখতে হবে। বঙ্কিম চন্দ্রের একটা কথা বলে শেষ করতে চাই, বাঙ্গালীর বাহুতে যদি একটা ফোড়া থাকে তবে এর চিকিৎসার প্রয়োজন হয় না। কারণ ফোড়া দেখিয়া ভিক্ষাও পাওয়া যায় আবার চুলকায়েও মজা পাওয়া যায়।

তো প্রিয় সরকার আপনারা কি একই পথের পথিক?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।