আমাদের কথা খুঁজে নিন

   

দোষ কার? পোশাকের না মানুষের?

ভেজাল ডিসলাইক করি।

১ম বন্ধু : দোস্ত , মেয়ে খুঁজ । বিয়ে করমু । ভদ্র, পর্দা করে এমন মেয়ে খুঁজিস । ২য় বন্ধু : কি বলিস! বোরকায়ালি মেয়ে বিয়ে করবি! বোরকার তলে তো শয়তান থাকে! * * * মন্তব্য : ভাই থামেন, আপনার মা বইন বোরকা পড়লে তারা শয়তান হই যাবে? আমাদের স্বভাব এমন যে আমরা যখন পশ্চিমা পোষাকে কাউকে খারাপ কাজ করতে দেখি তা স্বাভাবিক চোখে দেখি কিন্তু বোরকা পড়া কাউকে খারাপ কাজ করতে দেখলে তা অস্বাভাবিক লাগে ।

কিন্তু এটা ভুলে যাই যে খারাপ কাজটা মানুষ করে, মানুষের পোষাক করেনা । পোষাক মানুষের মর্যাদা বাড়ায়না ,কমায়না । বরং মানুষ পোষাকের মর্যাদার পরিবর্তন করে । পোষাকের মাধ্যমে কেবল মানুষের রুচির পরিচয় পাওয়া যায় । কাজেই বোরকার ভিতর শয়তান থাকবে নাকি ফেরেস্তা থাকবে তা বোরকা দিয়ে বিবেচনা না করে বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করুন ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।