মুম্বাই মিরর জানিয়েছে, ৮৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি ১ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায়। মুক্তির প্রথম দিন ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা’ আয় করে ১০ কোটি রুপি। এ বিষয়ে একতা বলেন, “যা ঘটেছে এ নিয়ে মোটেও খুশি নই আমি। বরং খুবই বিরক্ত লাগছে আমার। ”
একতা ভারতব্যাপী প্রায় ২০০০ প্রেক্ষাগৃহে সিনেমাটি এককভাবে মুক্তির পরিকল্পনা করেছিলেন।
তবে মুক্তির পরপরই ব্লকবাস্টার হিট হয়ে যাওয়ায়, চেন্নাই এক্সপ্রেস’কে বাদ দিয়ে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা’কে বেছে নিতে রাজি হয়নি অনেক প্রেক্ষাগৃহই। মুক্তির দ্বিতীয় সপ্তাহেই কোনো সিনেমাকে যে প্রেক্ষাগৃহ থেকে উঠিয়ে নেওয়া সম্ভব নয়-- এটাও একতাকে সাফ সাফ জানিয়ে দিয়েছেন হল মালিকেরা। সব মিলিয়ে তাই এখতার সব রোষ এখন গিয়ে পড়েছে শাহরুখের উপরে!
মজার ব্যাপার হল, একতা কিন্তু শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’-এর সঙ্গে প্রতিযোগিতায় না নামার চেষ্টা করে আসছিলেন বেশ আগ থেকেই। ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা’-এর মুক্তির জন্য এর আগে তিনি বেছে নিয়েছিলেন ঈদের মৌসুমকে। তবে ওই একই সময় শাহরুখ ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তির ঘোষণা দেওয়ায় একতা তার সিদ্ধান্ত বদলান।
আর তাই ইউটিভি মোশন পিকচার্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের আলোচনার পর ১৫ অগাস্ট সিনেমাটি মুক্তির দিন ধার্য করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।