স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুখোমুখি সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন। আজ বুধবার রাজধানীর র্যাডিসন হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
চীনের নৌবাহিনীর চিকিত্সা জাহাজ ‘পিস আর্ক’-এর শুভেচ্ছা সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খবর ইউএনবির।
লি জুন বলেন, ‘আমি মনে করি, দুই নেত্রী মুখোমুখি আলোচনায় বসলে এটা (সংকট সমাধানে) অনেক সহায়তা করবে। এ অবস্থায় পৌঁছাতে উভয় দল পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করতে পারে।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।