আমি আসব তখনই,হয়ে যাবে অনেক দেরী,অপেক্ষার প্রহর গুনোনা,ভুলে যাও তোমার আমি।
আমি এই বছর এস এস সি পরীক্ষা দিয়েছি। অতঃপর এখন কলেজের চৌকাঠ মাড়াচ্ছি। আল্লাহ রহমতে এ+ টাও কেমনে কেমনে জানি আইসা গেছে ।
এবং আমার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্ত মোটামুটি ১৪ জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে ???? ছাত্র হিসেবে সংবর্ধিত হয়েছি।
এত সংবর্ধ্না পাইতে পাইতে এখন নিজেরে কেমন জানি ভি আই পি লাগে। এখন আমার কথা হইল যে,রাজনীতি না বুঝলে ও অন্তত এইটুকু বুঝার মত সেন্স আছে যে এই সংবর্ধনা গুলোর সবই ছাত্রদের উতসাহিত করার উদ্দেশ্য দেওয়া হয় না। এর সাথে জড়িয়ে আছে অনেক রাজনৈতিক ও অর্থনৈ্তিক ব্যাপার। যেমন আমার অভিজ্ঞতাথেকে আমি জানি যে অনেক সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈ্তিক মতামত ও আ্দর্শ নিয়ে আলোচনা করা হয় যা কোমলমতি[] ছাত্র ছাত্রীদেরকে প্রভাবিত করে। আর বেশি পাইলে কোন জিনিস যতই ভালো হোক না কেন,তার দাম থাকে না্,আর দিন দিন যেই হারে সংবর্ধ্নার পরিমাণ বাড়তাসে তাতে এরে ছেলের হাতের মোয়াই বলা যায়।
আপনারা বিশাস করবেন কিনা জানি না,তয় আমার মত সেকেন্ড ক্লাস ছাত্ররে পর্যন্ত ২জায়গায় ডেকে নিয়ে সংবর্ধনা দিছে । অবশ্য সেটারে ঠিক সংবর্ধনা বলা যায় কিনা তা নিয়া আমার ঘোরতর সন্দেহ আছে। অথচ এই গন হারে সংবর্ধনা দেওয়ার বদলে যদি দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে অর্থ ব্যয় করা হয় তাহলে তা অধিক কার্যকর বলে আমি মনে করি। তয় ইসলামী ব্যাঙ্ক কর্তৃক ও প্রথম আলোর নন্দনে সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল সত্যিই উপভোগ্য ।
সবশষে একটা ঘটনা বলি-------------
নন্দনে গিয়ে সেইদিন প্রচুর কপোত-কপোতি দেখছি।
আর করেছি অন্থীন লাফালাফ। পরেরদিন সকাল বেলা দেখি শরীরের অবস্থা কাহিল । ফলাফল---কলেজ মিস ও শান্তির ঘুম । পরের দিন স্যার কারণ জিজ্ঞাসা করলে নন্দনের সংবর্ধনার কথা বলি। স্যার জবাবে বলেন--------------এস এস সির সংবর্ধনা ২বছর ভরে নিতে নিতে যখন ইন্টারে ফেল করবা তখন আমি তোমারে সংবর্ধনা দিব ।
অইটার রেজিস্ট্রেশন করতে কিন্তু ভুইল না------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।