আমাদের কথা খুঁজে নিন

   

বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে নিহত ২ আহত ২৫

ভোলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্্ববর্তী দোকানে ঢুকে গেলে এর চাপায় নিহত হয়েছেন দুজন। আহত হয়েছেন যাত্রীসহ ২৫ জন। এছাড়া সিরাজগঞ্জে পিকআপ-ভটভটি সংঘর্ষে তিনজনসহ কুমিল্লা, খুলনা ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় সতজনের প্রাণহানি ঘটেছে। ভোলা-চরফ্যাশন সড়কে গতকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে এর চাপায় পথচারী ইয়ানুর বেগম ও তার বোনের ছেলে সিজান নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন।

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ মোড়ে মঙ্গলবার রাতে পিকআপ ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে চালকসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামের ফকির বাজার এলাকায় গতকাল ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছে। গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের তুলসীঘাট নামক স্থানে গতকাল বাসের ধাক্কায় বৃদ্ধ আবদুর রাজ্জাক নিহত হয়েছেন। রাজ্জাক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। খুলনা মহানগরীর জোড়া গেট এলাকায় গতকাল বিআরটিসির বাসের চাপায় কলেজছাত্র রিয়াজ নিহত হয়েছে।

রিয়াজ খুলনার সরকারি আযম খান কমার্স কলেজের ছাত্র।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।