আমাদের কথা খুঁজে নিন

   

আজকের ইয়াবাসেবী কালকের বিক্রেতা

দেশজুড়ে ইয়াবার নেটওয়ার্ক গড়ে তুলতে মাদক ব্যবসায়ীরা বহুল আলোচিত এমএলএম পদ্ধতিকে ব্যবহার করছে। নানা প্রতারণার মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া এমএলএম কোম্পানিগুলোর বহুল ব্যবহৃত 'উল্টো পিরামিড' পদ্ধতি ব্যবহার করেই রাতারাতি জ্যামিতিক হারে বাড়ানো হচ্ছে ইয়াবার কেনাবেচা। এ পদ্ধতিতে আজ যিনি ইয়াবার ক্রেতা থাকেন, কালকেই তিনি হয়ে উঠেন খুদে বিক্রেতা। বিক্রির পরিমাণ বাড়াতে পারলে নিজের নেশার খরচ মেটানোর পাশাপাশি বাড়তি কিছু টাকাও পকেটে ঢুকে। নতুন পদ্ধতির এ ইয়াবা বাণিজ্যের কাছে হেরোইন, ফেনসিডিল, বাংলা মদ, গাঁজার ব্যবসাও হার মেনেছে।

মাত্র বছরপাঁচেকের মধ্যেই দেশের সর্বাধিক বিক্রীত মাদকদ্রব্য হয়ে উঠেছে ইয়াবা।

সম্প্রতি ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবক ফোরামের সভাপতি মাদক নিয়ন্ত্রণের কলাকৌশল নির্ধারণবিষয়ক রাষ্ট্রীয় এক বৈঠকে ঢাকার তথাকথিত আধুনিক, অভিজাত ও ইংলিশ মিডিয়াম স্কুল-সংস্কৃতির যে চিত্র তুলে ধরেন, তা খুবই ভয়াবহ। বৈঠকে তিনি জানান, সম্প্রতি তার নেতৃত্বে কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুলে ৫ম এবং ৬ষ্ঠ গ্রেডের কিশোর-কিশোরীদের ব্যাগ তল্লাশি চালানো হয়। তাতে অনেক শিক্ষার্থীর ব্যাগে বিয়ার, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা পাওয়া গেছে। 'শিল্পপতি' পিতা-মাতার দামি গাড়িতে করে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় ভ্রাম্যমাণ অবস্থায় ইয়াবার বিপণন চলে হরহামেশা।

পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ঢাকায় ইয়াবা বহনকারী হিসেবে গ্রেফতারকৃতদের মধ্যে ৮০ বছরের এক বৃদ্ধাও রয়েছেন। নাম আশরাফ বানু। গত বছর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করে র্যাব। ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। বগুড়ার একটি অভিজাত মোটেল থেকে প্রায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ধরা পড়েন ৬২ বছর বয়সী হাজী জাফর আলম নামের আরেক বৃদ্ধ।

মাদক অধিদফতরের এক কর্মকর্তা জানান, ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকার লাগেজ পার্টির কয়েকজন সদস্য নিয়মিত থাইল্যান্ড যাওয়া-আসা করে এবং সেখান থেকে সরাসরি ইয়াবা নিয়ে আসে। কয়েকজন বিমানবালা তাদের সহযোগিতা করেন বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা। মগবাজারের একটি রেকর্ডিং স্টুডিওর মালিকও ইয়াবার বড় ধরনের ডিলার হিসেবে চিহ্নিত। প্রথম গ্রেফতারের সূত্রে ইয়াবা সুন্দরী হিসেবে পরিচিতি পায় 'মডেল নিকিতা'। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশেষ অভিযানে র্যাবের একটি টিম জান্নাতুল ফেরদৌস নিকিতা এবং তার গডফাদার হোটেল পূর্বাণীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নালকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

নিকিতার গোপন ডায়েরিসহ আরও কিছু আলামত জব্দ করতেই বেরিয়ে আসে ইয়াবা নেটওয়ার্কের নানা অজানা কাহিনী। এই মাদকের ব্যবসার সঙ্গে চলচ্চিত্রের একাধিক নায়িকাসহ শোবিজের অন্তত এক ডজন গ্ল্যামার গার্লের সন্ধান পেয়েছে গোয়েন্দারা।

এর অংশ হিসেবে কক্সবাজারের কলাতলীর হোটেল বে-ভিউ থেকে ইয়াবাসহ নায়িকা সিলভিয়া ওরফে চাঁদনীকে গ্রেফতার করে র্যাব। এ সময় চলচ্চিত্র-প্রযোজক জিএম সরওয়ারসহ আরও চারজনকে আটক করা হয়। এর পর পরই ঢাকাই ফিল্মের আরেক পড়তি নায়িকা কেয়াকে বিপুলসংখ্যক ইয়াবাসহ গুলশানের একটি এপার্টমেন্ট থেকে আটক করে পুলিশ।

এর আগে ইয়াবা ব্যবসার অভিযোগে গ্রেফতার হন চিত্র নায়িকা শানু, মডেল পায়েল ও রবি। জিজ্ঞাসাবাদে নায়িকা শানু জানান, গুলশান, বনানী, উত্তরাসহ অভিজাত এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে গড়ে তোলা হয় জলসাঘর। সেখানে ইয়াবা ব্যবসার পাশাপাশি চলে নানা অসামাজিক কার্যকলাপ। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেফতার হয় কলেজছাত্রী ম্যানিলা চৌধুরীসহ ৬ জন।

সীমান্ত গলিয়ে যেভাবে আসে ইয়াবা

শুধু বাংলাদেশে পাচারের জন্যই মিয়ানমারের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে ৩৮টি ইয়াবা কারখানা।

এসব কারখানা থেকে প্রতিদিন ৩০ লাখেরও বেশি ইয়াবা টেকনাফ ও নাইক্ষ্যংছড়ির দুর্গম সীমান্তের ৪৩টি পয়েন্ট দিয়ে আসছে। গোয়েন্দা সংস্থা ও স্থানীয় অভিবাসীদের কাজ থেকে এ তথ্য জানা গেছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অনুসন্ধান সূত্রে জানা যায়, মিয়ানমারের মংডু থেকে বিভিন্ন প্রকার ফিশিং বোটের মাধ্যমে টেকনাফের স্থলবন্দর, শাহপরীর দ্বীপ, মাঝিরপাড়া, জালিয়াপাড়া, ট্রানজিট ঘাট, নাইট্যংপাড়া, সাবরাংয়ের লেজিপাড়া ও বার্মাপাড়া পয়েন্ট দিয়ে প্রতিদিনই দেশে লাখ লাখ পিস ইয়াবা আসছে। স্থানীয় সূত্রগুলো অভিযোগ করে জানায়, বিভিন্ন সংস্থার এক শ্রেণীর কর্মকর্তার সঙ্গে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সখ্য ও গোপন লেনদেন থাকায় ইয়াবা প্রবেশ রোধ হচ্ছে না কোনো ভাবেই।

স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করে জানায়, টেকনাফের সাগরদীপ, নয়াপাড়া, নাজিরপাড়া, জেলেপাড়ায় প্রতিরাতে বসে ইয়াবার হাট।

সেখানে মিয়ানমার থেকে আসা লাখ লাখ পিস ইয়াবা ট্যাবলেটের পাইকারি বেচাকেনা চলে। নৌকা নিয়ে নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে ইয়াবার মজুদ নিয়ে টেকনাফে ঢুকে মিয়ানমারের আকিয়াবের মংডু এলাকার বাসিন্দা ইউসুফ ও ইউনুসসহ বেশ কয়েকজন। তারা সবাই রোহিঙ্গা। টেকনাফ ও নাইক্ষ্যংছড়ির দুর্গম সীমান্ত এলাকায় এই সিন্ডিকেটের একাধিক নকল ইয়াবা তৈরির কারখানা রয়েছে বলেও তথ্যানুসন্ধানে জানা গেছে। পাজেরোসহ দামি দামি গাড়িতে 'প্রেস' 'সাংবাদিক' বিভিন্ন এনজিও এমনকি জাতিসংঘের শরণার্থীবিষয়ক দফতরের স্টিকার লাগিয়েও অহরহ ইয়াবা পাচারের অভিযোগ রয়েছে।

পাচারে নিত্যনতুন কৌশল : হিমশিম খাচ্ছে প্রশাসন

মহানগর পুলিশের বিশেষ অভিযান ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ঘোষিত অবিরাম অভিযান সত্ত্বেও মাদক ব্যবসায়ীদের বেপরোয়া দৌরাত্দ্য থামছে না। প্রশাসনের চোখকে ফাঁকি দিতে একের পর এক কৌশল পাল্টাচ্ছে তারা। এসব নিত্যনতুন কৌশলে পাচার হয়ে আসা মাদকদ্রব্য ধরতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

ইদানীং বাকপ্রতিবন্ধী (বোবাদের) মাধ্যমে ইয়াবা পাচারের কৌশল ব্যবহার হচ্ছে। এতে ইয়াবাসহ বোবারা ধরা পড়লেও তারা মূল মাদক ব্যবসায়ীর নাম-পরিচয় কিছুই জানাতে পারে না।

তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্টিকার লাগানো গাড়ি, সেনা কর্মকর্তার গাড়ি এবং পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করেও এ মাদক পাচার করছেন ব্যবসায়ীরা।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।