বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং ক্লাব কর্মকর্তারা সবাই এখন নির্বাচনমুখী। সবাই ব্যস্ত কাউন্সিলরশিপ চূড়ান্ত করতে। কোনো কোনো ক্লাব ২৫ থেকে ক্ষেত্রবিশেষে ৪০ লাখ টাকায় বিক্রি করছে কাউন্সিলরশিপ। নির্বাচনে আগ্রহী প্রার্থীগণও অর্থ ব্যয় করে কিনে নিচ্ছেন কাউন্সিলরশিপ। নির্বাচনের এই জমজমাট আবহের মধ্যে অনেকটাই আড়ালে পড়ে গেছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের দলবদল।
যা অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট। প্রিমিয়ার ক্রিকেটের এবারের দলবদল হচ্ছে একেবারেই নতুন আঙ্গিকে। ১৯২ ক্রিকেটারকে ৭ ক্যাটাগরিতে ভাগ করে লটারির মাধ্যমে দলবদলের আয়োজন করছে বিসিবি। লটারির এই দলবদল প্রিমিয়ার ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম। এই প্রথম ক্রিকেটারদের গ্রেডের আওতায় এনে বেঁধে দেওয়া হয়েছে পারিশ্রমিক।
সেই সঙ্গে এই প্রথম ক্রিকেটারদের দলবদল হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
ক্রিকেটারদের গ্রেডের আওতায় আনা হয়েছে ক্লাবগুলোর দাবির মুখে। সে হিসেবে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ড্যাসিং ওপেনার তামিম ইকবাল ও নাসির হোসেনকে রাখা হয়েছে 'এ' প্লাস ক্যাটাগরিতে। এদের পারিশ্রমিক ধরা হয়েছে সর্বোচ্চ ২২ লাখ টাকা। বিপিএলের ম্যাচ ফিঙ্ংিয়ে সরাসরি সম্পৃক্ততা থাকায় সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে মোহাম্মদ আশরাফুল, মোশাররফ হোসেন রুবেল ও মাহাবুবুল আলম রবিনকে।
এ ক্যাটাগরিতে ক্রিকেটারের সংখ্যা ১২। পারিশ্রমিক ১৫ লাখ। 'বি' প্লাস ক্যাটাগরির ক্রিকেটার ২৪ এবং পারিশ্রমিক ১০ লাখ। 'বি' ক্যাটাগরির ক্রিকেটার ৩৬ এবং পারিশ্রমিক ৮ লাখ। 'সি' ক্যাটাগরির ক্রিকেটার ২৪ এবং পারিশ্রমিক ৫ লাখ টাকা।
'ডি' ক্যাটাগরির ক্রিকেটার ৩৬ এবং পারিশ্রমিক আড়াই লাখ। 'ই' ক্যাটাগরির ক্রিকেটার ৫৬, তবে নির্ধারিত হয়নি এদের পারিশ্রমিক।
দলবদলে ১২টি ক্লাব লটারির মাধ্যমে ক্রিকেটার ক্রয় করবে। গত মৌসুমের স্ট্যান্ডিং অনুযায়ী ক্লাবগুলো লটারি তোলার সুযোগ পাবে প্রথম। কিন্তু ক্রিকেটার পছন্দে বাড়তি কোনো সুবিধা পাবে না বলে জানান প্রিমিয়ার বিভাগ ক্রিকেটের কো-অর্ডিনেটর সাবি্বর আহমেদ রুবেল, 'স্ট্যান্ডিং অনুযায়ী ক্লাবগুলো শুরুতে লটারিতে অংশ নিয়ে কখন ক্রিকেটার পছন্দ করবেন, সেটা নিশ্চিত করবেন।
এরপর সেই লটারি অনুযায়ী ক্রিকেটার পছন্দ করবে। ' ১৯২ ক্রিকেটারকে ১২টি ক্লাব মোট ১৬ রাউন্ডের মাধ্যমে নিজেদের দলভুক্ত করবেন বলে জানান রুবেল, 'এ' প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের দলবদল হয়তো সবার শেষে হবে। বাকি ক্রিকেটারদের দলবদল ১৫ রাউন্ডে অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে দলবদল ১৬ রাউন্ডের। ' ক্রিকেটারদের পারিশ্রমিক তিন কিস্তিতে দেওয়ার চিন্তা ভাবনা করেছে বিসিবি।
প্রথম কিস্তির ৫০ শতাংশ দলবদলের পরপরই। ২৫ শতাংশ লিগের প্রথম পর্ব শেষ হওয়ার আগে এবং বাকি ২৫ শতাংশ লিগ শেষের এক মাসের মধ্যে দেওয়ার প্রস্তাব রেখেছে বিসিবি।
২৫ আগস্ট লটারির দলবদল হলেও প্রিমিয়ার ক্রিকেট মাঠে গড়াবে ৩ সেপ্টেম্বর। তবে নির্বাচনের জন্য অনেক ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমী শঙ্কিত লিগ মাঠে গড়ানো নিয়ে। আবার বোর্ডের অনেক পরিচালক মনে করছেন, আগামী বছরের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এবারের লিগটাকে টি-২০ ফরম্যাটে আয়োজিত হবে।
এ+
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নাসির হোসেন
এ
আব্দুর রাজ্জাক রাজ, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েশ, জহুরুল ইসলাম অমি, নাঈম ইসলাম, মমিনুল হক সৌরভ, শামসুর রহমান শুভ, শাহরিয়ার নাফিস, সোহাগ গাজী ও জিয়াউর রহমান।
বি+
অলক কাপালি, এনামুল হক জুনিয়র, ইলিয়াস সানি, আসিফ আহম্মেদ রাতুল, মার্শাল আইয়ুব, জুনায়েদ সিদ্দিকী, মেহরাব হোসেন জুনিয়র, রকিবুল হাসান, রবিওল ইসলাম শিবলু, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ধীমান ঘোষ, ফরহাদ হোসেন, ফরহাদ রেজা, ফয়সাল হোসেন ডিকেন্স, রাজিন সালেহ, মো. মিতুন আলী, সাবি্বর রহমান রুম্মন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন রাজিব, শফিকুল ইসলাম সুহাশ, সাকলাইন সজিব, সোহরায়ার্দী শুভ ও নাজিমুদ্দিন
বি
তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান লিমন, মুক্তার আলী, নাজমুল ইসলাম অপু, নাদিফ চৌধুরী, সাঞ্জামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, তুষার ইমরান, আরিফুল হক, ডলার মাহমুদ, নজরুল ইসলাম শাওন, মাইশুকুর রহমান, নাবিল সামাদ, রনি তালুকদার, সাগীর হোসেন পাভেল, সৈয়দ রাসেল, সৌম্য সরকার, সৈকত আলী, আফতাব আহমেদ, নুর হোসেন মুন্না,
মো. শরীফ, নাফিস ইকবাল, নাসিরুদ্দিন ফারুক, সাজেদুল ইসলাম, তাপশ বৈশ্য, ইমতিয়াজ হোসেন, তারেক আজিজ, লিটন কুমার দাস, আরাফাত সালাউদ্দিন, মো. তানভীর, মিজানুর রহমান, তাপশ ঘোষ, দেলোয়ার হোসেন ও
নাজমুল হোসেন মিলন
সি
বিশ্বনাথ হালদার, মো. সাঈদ, জুবায়ের আহমেদ, জুপিটার ঘোষ, ফজলে রাবি্ব, গোলাম মাহবুব, মনির হোসেন, নাজিমুদ্দিন রিপন, শরীফুল্লাহ, শুভাশীষ রায়, জাভেদ ওমর বেলিম গুল্লু, কাজী কামরুল, মাহাবুবুল করীম মিঠু, আবদুল মজিদ, তালহা জুবায়ের, অমিত মজুমদার, কামরুল ইসলাম রাবি্ব, মনোয়ার হোসেন, মুরাদ খান, নাজমুস সাদাত, শাকের আহমেদ, এজাজ আহমেদ, হামিদুল ইসলাম ও ইফতেখার আহমেদ
ডি
অমিত কুমার, আনোয়ার হোসেন, আরমান হোসেন, অভিষেক মিত্র, ফরহাদ বিন মাসুদ, গাজী সালাউদ্দিন, আসলাম আলী, আল আমিন, তৈয়বুর রহমান, উত্তম সরকার, আরমান বিশ্বাস, আশরাফুল হক শান্ত, আসলাম খান, আবুল বাশার, আবদুর রহমান,
শাফাক আল জাবির, জাকারিয়া মাসুদ, সালাম হোসেন ইমন,
জামউদ্দিন, মুস্তাক হোসেন, আশিকুজ্জামান, নুরুজ্জামান, মো. আসলাম, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, নাঈম ইসলাম জুনিয়র, আবু জাহেদ, ইমামুল হোসেন, শাহীন হোসেন, লাবরু রহমান, মো.
আজিম, সাজু দত্ত, মো. ফোরকান, রায়হান উদ্দীন, আনাস, রাসেল আল মামুন, সাজিদ হোসেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।