আমাদের কথা খুঁজে নিন

   

এই ভেজা বারুদ সময়ে

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

বলাৎকার যন্ত্রের ভয়ানক বারুদ ফুরিয়ে যাবার পূর্বে তুমি জেগে উঠো,হুংকার গর্জনে বেসুমার জানান দাও তোমার অস্তিত্ব। এ পৃথিবীর পরে এঁকে দাও তোমার সদর্প পদচিন্হ এ ভেজা বারুদ সময়ের নিপিড়ন ক্ষত বুকে নিয়ে মরণছোবলে রেখে যাও তোমার বেদনার্ত স্বাক্ষর। অনাগত অনিশ্চত ভোরে যারা অগন্ত্তক তারা জানুক করুণ কষ্টে নীল হয়ে যাওয়া সবহারাদের সাথে তুমিও ছিলে, তুমিও ছিলে তাদের মিছিলে যারা আপসহীন ক্রমাগত কেঁদেছেন লালখুন ক্রন্দন, বারবার জ্বেলেছেন আলোর অগ্নি প্রদীপ। সুতীব্র চিৎকার ফুৎকারে নিশ্চিণ্হ হয়ে যাক কৃষ্ণপক্ষের দীঘল রাত, এ প্রত্যাশায় ট্রিগারে রাখো হাত বারুদ ম্যাগজিন সেটে থাক বুকের গহীনে ক্ষতচিন্হে আঁকা থাক বঞ্চিতের লালক্ষত উল্কি বেঁচে থাক আশাবাদ আশাবাদ বেঁচে থাক বেঁচে থাক বেঁচে থাক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।