আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন রাবির ছাত্র নাসিম; স্বরাষ্ট্রমন্ত্রী,প্রতিমন্ত্রী, আইজি মহোদয় উড়ে যাবেন কি?

সত্য সমাগত, মিথ্যা অপসৃত। মিথ্যার পতন অবশম্ভাবী।
ছাত্রলীগের ইফতারের টোকেন ভাগাভাগি নিয়ে সংর্ঘষের ঘটনায় মারাত্মক আহত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী নাসরুল্লাহ নাসিমের জীবন প্রদীপ অবশেষে নিভে গেল। গত ১৫ আগস্ট শোক দিবসে ইফতারির টোকেন ভাগাভাগিকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির জয় গ্রুপের কর্মীরা মারধর ও ছুরিকাঘাতের পর শাহ মখদুম (এসএম) হলের দোতলার ছাদ থেকে নাসিমকে ফেলে দিলে সে মারাত্মক আহত হয়। এতে নাসিমের মাথা ফেটে যায় এবং বুক, পেট ও মেরুদণ্ডে মারাত্মক আঘাত পায়।

যারা নাসিমকে মারধর ও ছুরিকাঘাতের পর দোতলা থেকে ফেলে দিয়ে হত্যা করেছে তারা মানুষ হতে পারে না। তারা অমানুষ। কিন্তু সরকারী দলের ছাত্রসংগঠনের এই নৃশংস হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচারের ব্যাপারে আমরা সন্দিহান। কারণ আমাদের দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এমনকি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীও দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠতে পারেনি। তাই দেখা যায় কিছু দিন পূর্বেও রাজশাহীর আরেকটি ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী,প্রতিমন্ত্রী ও আইজি মহোদয়কে রাজশাহীতে হেলিকাপ্তারে উড়ে যেতে আর রাজশাহীর ঘটনায় জেহাদ ঘোষণা করে পুরো দেশব্যাপী চিরুণী অভিযান পরিচালনা করতে।

এখন হয়ত স্বরাষ্টমন্ত্রী একে একটি বিচ্ছিন্ন ঘটনা বলবেন যেমনটি বলেছিলেন ঢাবির ছাত্রলীগের আভ্যন্তরীন কোন্দলে নিহত মেধাবী ছাত্র আবু বকরের মৃত্যুতে। একটি দেশের মন্ত্রী ও পুলিশবাহিনী যখন এধরণের পক্ষপাতমুলক আচারণ করেন তখন দেশে এ ধরণের হত্যাকান্ডের ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক। হায়রে নাসিম দুর্ভাগ্য তোমার আর ক্ষমতাসীন দলের কারণ তুমি যদি শিবির বা ছাত্রদলের হাতে মারা যেতে তাহলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কত মন্ত্রি-মিনিষ্টার আর মিডিয়ার মায়াকান্না আর সহমর্মিতা যে পেতা যেটা তোমার পিতামাতার শোককে কিছুটা প্রশমিত করত আর আওয়ামীলীগও পেত বিরোধীদলকে দমণ করার আরেকটি অস্ত্র।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।