আমাদের কথা খুঁজে নিন

   

আপন মনে যাই ভেসে



কিছু মানুষ আছে নিজেদের সর্বজ্ঞানী সর্বশ্রেষ্ঠ ভেবে সুখ পায় । তাদের সে ভাবায় আমার কোন আপত্তি নাই । কারোরই নাই । কিন্তু সমস্যা হয় যখন তারা তাদের জ্ঞান অন্যদের অকারণ বিতরণ করেন। কেউ চাক বা না চাক তাদের সহায়তা।

উনারা মনে করেন মহা উপকার করছেন উপদেশ বিতরণ করে। তাদের মহাজ্ঞানী উপদেশ মেনে না চললে তার মনক্ষুন্ন হন । স্বনিবেদিত ভালোবাসার অবহেলা সইতে বড় কষ্ট হয়। আর সে কষ্ট রাগে পরিণত হয় তখন। কী উপকার করতে চাইলাম তা নিতে ইচ্ছে করল না আমার কথার কোন মূল্য নাই, অমি কি ভালো চাই না? অকারণ যন্ত্রণায় জর্জরিত হতে থাকেন আপন মনে, নিজের হাত কামড়ান, এর প্রতিশোধ নিতে বধ্য পরিকর হন।

কোন একটা ঝামেলায় যখন মানুষ জড়িয়ে যায়। তখন নানান দিক সামলাতে এমনিতেই ব্যতি ব্যাস্ত থাকে তার উপর কাছের মানুষের সেধে দেওয়া উপদেশ মালা কখনো হয়তো অনুসরণ করা হয় না নিজের সাথে খাপ খায় না বলে। শুনেছে বলে যে মানতে হবে পদে পদে এমন কোন মাথার দিব্যি তো দেয়া হয়নি। কিন্তু তার জের যে চুপিচুপি ভিতরে ভিতরে অনেক দূর হেঁটে যায় । আপন মানুষ, বন্ধু স্বজন ভেবে যাদের সাথে এত দীর্ঘ জীবন চলে এসেছে তাদের স্বরূপ উদঘাটণ হয় ।

যখন আচমকা এক ঝড় আসে আর কিছুটা দেরী হলেও এক সময় বুঝা যায় ভিতরে নিরবে নিভৃতে কত ধৈর্য সহকারে কাজ করেছেন সেই সুহৃদ। তখন শুরু হয় আবার ঝামেলা মিটানোর দৌড়। কিছু মানুষ আছেন যাদের কপাল এমন অকারণ ঝমেলায় জড়িয়েই কাটে তাদের জীবন। আর কিছু মানুষ যারা এই ঝামেলা তৈরী করেন অন্যদের জীবনে তারা কিন্তু বেশ সুখে আয়েসে দিন কাটান। এদের যথেষ্ট সময় অন্যদের বিষয়ে নাক গলাবার।

তারা এক কথা সাত কান করেন। বাড়ি বাড়ি গিয়ে গল্প ফাদেন, টেলিফোনে যোগাযোগ রাখেন। নিজেদের পক্ষে অনেক লোক যোগার করে রাখেন, যারা প্রয়োজনে ওদের পক্ষে কথা বলবে। এদের কমিউনিকেশন সাংঘাতিক রকম শক্ত। এরা সাধারণত বিলাসী জীবন যাপন করেন।

প্রায় অনেক লোক ডেকে বাড়িতে পার্টি করেন। উপহার দেন। আর ওদের বন্ধুরা সাধারণত ওদের চেয়ে কম ধনী হন। ( শিক্ষায় বেশী হলেও অনেকে টাকার মর্যাদা বেশী দেন) তাই নিজেরা যে পার্টি করতে পারেন না তেমন পার্টিতে যেতে পেরে নিজেকে ধন্য মনে করেন। সামান্য উপহার পেয়ে গদগদ হয়ে উঠেন।

এমন লোকের বন্ধু হতে পেরে নিজেকে ধন্য মানেন। অথবা অনেক ধনী না হলে তারা গায়ে খেটে বন্ধত্ব রাখেন। প্রয়োজনে অপ্রয়োজনে এমন ভাবে তারা আপনার পাশে দাঁড়ান যে জানিজিগর,দেলেজান বন্ধু ছাড়া আর কিছু ভাবারই কোন অবকাশ হয় না তাকে আপনার। অপরপক্ষ যে বন্ধু নামের তোসামদী পুষেন অথবা আপনার সাথে বন্থুত্বর নানা রকম সুযোগটা বেশ চকচকে তেলের মতন বা সুগন্ধি পারফিউমের মতন গায়ে মেখে নিচ্ছেনএটা অন্য পক্ষ সহজে বুঝেন না। এই তোসামদী সব সময় গোলামের পর্যায়ে থাকবে।

তারা যদি তা না করে তবেই গুটির চাল বদল হয়ে যায়। যারা সঠিক মানুষ তাদের নিজস্ব মর্যাদাবোধ ঠিক মাথা চারা দেয়। নানান পরিস্থিতিতে মানুষ অনেকের সাথেই মিশে। প্রথমেই বোঝা যায় না মানুষের মতিগতি চলতি পথে বেড়িয়ে আসে আসল রূপ। তখন মর্যাদা সম্পন্য মানুষ ভন্ডদের বর্জন করেন।

তাই দেখা যায় ওদের বন্ধু তালিকা প্রায় সব সময় নতুন। অনেকে দেখেছি এইসব বন্ধু নামধারী শত্রুদের দ্বারা আক্রান্ত হতে। চোখের জলে ভাসতে । তাই বলি প্রতেকের জীবন তার নিজস্ব, সিদ্ধান্ত নেয়ার অধিকার একান্ত আপনার। কারো কথায় দোলচাল বা বেদিশা না হয়ে আপন ভালো মন্দের দায় ভার নিজেই নিন।

সঠিক সিদ্ধান্ত নিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।