আমাদের কথা খুঁজে নিন

   

উইকিলিকস-এর তথ্য বোমার জবাবে ধর্ষণ মামলা!

বৃষ্টি যেরকম আসতে আসতে ফিরে যায়..তেমনি বৃষ্টির মতো আমিও ফিরেছি বহুবার...

উইলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ-এর নামে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলো মার্কিন প্রশাসন। আর এই অভিযোগের ভিত্তিতে সুইডেনে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিলো। কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে এই অভিযোগ খারিজ করে দিয়েছে সুইডেন প্রসিকিউশন অথরিটি। খবর বিবিসি অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ধর্ষণের অভিযোগে ২০ আগস্ট শুক্রবার অ্যাসেঞ্জ-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিলো।

কিন্তু তথ্য প্রমাণের অভাবে তার বিরুদ্ধে এই অভিযোগটি আর খাটেনি। জানা গেছে, আফগানিস্তান যুদ্ধ বিষয়ক মার্কিন গোপন সামরিক তথ্য ইন্টারনেটে প্রকাশ করে দেয়ার পর থেকেই তিনি যুক্তরাষ্ট্র সরকারের কোপানলে পড়েন। কারণ মার্কিন সরকার উইকিলিস এর তথ্য নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে যায়। জানা গেছে, আফগান যুদ্ধ বিষয়ক মার্কিন প্রশাসনের প্রায় ৭৫,০০০ স্পর্শকাতর সামরিক ফাইল উইকিলিকস অনলাইনে ছেড়ে দেয়। বলা হয়ে থাকে, উইকিলিকস অনেকটা অনলাইন জ্ঞানকোষ ইউকিপিডিয়ার আদলেই তৈরি, তবে এ প্রতিষ্ঠানটি কেবল গোপন তথ্যাবলী নিয়েই কাজ করে।

যে কোনো গোপন তথ্য উইকিলিকস সাইট কর্তৃপক্ষের নজরে কেউ আনতে সক্ষম হলেই সেই তথ্য তারা সূত্র গোপন রেখেই প্রকাশ করে থাকে। এ ক্ষেত্রে তারা কেবল তথ্যটি সঠিক কি না সেটি যাচাই করে নেয়। ধর্ষণ মামলা বিষয়ে অ্যাসেঞ্জ টুইটার বার্তায় জানিয়েছেন এটা তাকে স্রেফ হেয় করার জন্যই করা হয়েছে। সুইডেন প্রসিকিউশন অথরিটির প্রধান আইনজীবি ইভা ফিন জানিয়েছেন, অ্যাসেঞ্জকে গ্রেপ্তার করার মতো কোনো তথ্যই পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, পেন্টাগনের নিষেধ সত্তে¡ও উইকিলিকস নাকি আফগানিস্তান যুদ্ধ বিষয়ে আরো ১৫ হাজার মার্কিন গোয়েন্দা দলিল প্রকাশ করবে।

তবে, অ্যাসেঞ্জ বর্তমানে কোথায় অবস্থান করছেন সে বিষয়টি গোপন আছে। কিন্তু গত সপ্তাহে তিনি সুইডেন থেকে উইলিকসির পক্ষে তার বক্তব্য জানিয়েছিলেন। এদিকে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষের অভিমত, উইকিলিক এর এই তথ্য প্রকাশ আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং গোয়েন্দাদের জন্য ঝুঁকি তৈরি করবে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।