আমাদের কথা খুঁজে নিন

   

চীন এখন ভূমি থেকে ১০ হাজার কিমি উচ্চতার কক্ষপথের উপগ্রহ ধ্বংসে সক্ষম!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গত সোমবার ভূমি থেকে মহাশূন্যে ১০ হাজার কিমি(৬২৫০ মাইল) দূরে একটি দীর্ঘ ক্ষেপনাস্ত্র ছূড়ে একটি উপগ্রহকে ধ্বংস করে। এটা ১৯৭৬ সালের পর সর্বোচ্চ উপকক্ষপথের কোন স্যাটেলাইট ধ্বংসের মহড়া বলে জানালেন হার্ভাড-স্মিথসন সেন্টারের জ্যোতিঃপদার্থবিদ জনাথন ম্যাকডয়েল। চীন অবশ্য বলেছে পৃথিবীর চৌম্বকমন্ডল পরীক্ষার জন্য তার পশ্চিমাঞ্চলে জিচ্যাংগ উৎক্ষেপণ কেন্দ্র হতে একটি রকেট ছোড়া হয়েছে। মার্কিন গোয়েন্দা সুত্রের উদ্ধৃতি দিয়ে সেই দেশের প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন এই একই পদ্ধতির মাধ্যমে মহাশূন্যে চক্রপথে পরিভ্রমণরত কোন উপগ্রহকে ধ্বংস করাও সম্ভব। এটা চীনের উপগ্রহ ধ্বংসকারী ভূমি ভিত্তিক ক্ষেপনাস্ত্র যা সেটার কক্ষপথে ধাওয়া করতে পারে।

এই বিষয়ে ঐ প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করে নাই। কংগ্রেস সদস্য মাইক রজার্স জিনি U.S. House Intelligence Committee এর চেয়ারম্যান তিনি এই বিষয়ে সূনির্দিষ্ট করে কিছু না মন্তব্য করলেও বলেন যে চীন পরিস্কার ভাবেই মহাশূন্যে আগ্রাসী আচরণ করছে। মহাশূন্যে চীনের তৎপড়তা নিয়ে সি.আই.এ, পেন্টাগন সহ মার্কিন সরকার খুবই উদ্বিগ্ন! Click This Link বুঝাই যাচ্ছে যে চীন সিটিং ডাক হয়ে থাকবে না। দুঃখের বিষয় এই যে চীন আজকে মহাশুন্যের স্যাটেলাইট ধ্বংস করার সক্ষমতা অর্জন করেছে। অথচ আমাদের বাংলাদেশ আজ পর্যন্ত নিজেদের জন্য একটি স্যাটেলাইট কিনে ব্যাবহার করতে পারল না।

আজকে সাইক্লোন মহাসেনের গতিবিধি সহ দেশের সারা বছরের আবহাওয়া ও জলবায়ু পর্যবেক্ষণের জন্য অন্য দেশের উপগ্রহের নির্ভরশীল হতে হয়। কিছু লোকের র্দূনীতি যে পুরো জাতিকে জিম্মি করে রেখেছে এটাই তার প্রমাণ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।