আমাদের কথা খুঁজে নিন

   

পার হয় দিগন্ত....

স্বপ্নবাজ

ফিরে এসেছে আজ আবার বসন্ত, প্রকৃতির হাসি দেখো পরিশ্রান্ত, দিনের মাঝপথে ভাবনারা সাথে, দুঃসময় দেখো পার হয় দিগন্ত.... জানালার ফাঁক গলে আসে আলো, জ্বালো আঁধারে প্রদীপ জ্বালো, নিশ্চুপ প্রেতকুল এখন ঘুমন্ত, দুঃসময় দেখো পার হয় দিগন্ত.... তোমার আকাশে জ্বলেনা চাঁদ, দখিনা বাতাসে ওড়ে স্বপ্ন-সাঁধ, ঝড় থেমে গেছে এখন প্রকৃতি শান্ত, দুঃসময় দেখো পার হয় দিগন্ত.... সোনালী ডানা মেলে ওড়ে গাঙচিল, সকালের শরীরে চোখ মেলে অমিল, ভুলে গেছি যা ছিল আদ্য-প্রান্ত, দুঃসময় দেখো পার হয় দিগন্ত.... © Razib Hasan

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।