অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব'
মোহাচ্ছন্ন ধোঁয়ায় অদ্ভূত মহাজাগতিক শূন্যতা
সুরের মুর্চ্ছনায় আবাস গড়ে প্রাচীন জড়তা
কালো ক্যানভাসে অবচেতন সময়ের নিয়ত সংকোচন
অনাসৃষ্টির বৃত্তে আবৃত স্বত্তায় লেগেছে গ্রহন
ছেলেটির বুকে লুকিয়ে ছিল ছয়টি তারের স্বপ্ন
দিগন্তে বিলীন বিষেদী বিকেলেও বুনত প্রাণের শিকড়
ক্রমবিস্তৃত স্বপ্ন ক্ষয় করে পাদুকা
তবুও যাপিত যাতনায় ছিল সুখের ছোঁয়া,
ছেলেটি ছুটছে আলোর পিছে রাতের নিঃস্তব্ধতায়
ধ্রুপদী আঁধারে করছে আলোর যাচাই
হাইড্রার মত হঠাৎ ফণা তোলে অস্থির শ্বাপদ,
ছায়াপথের শ্বেতাভ মেঘের বালিয়ারী তটে
নেমে আসে অধীর আঁধার কালো আর নোনা জল,
অলিখিত বাস্তবতার মস্তিষ্কে জমাট বাঁধে ক্ষরিত রক্ত
স্মৃতির পাতার মেঠোপথ আজ পিচঢালা রাজপথ
পুরনো হিসেবের জঞ্জালে ভরা আগামীর স্বপ্ন
ডাস্টারের সৃষ্টিশীলতায় উড়তে থাকে শুভ্র চকের গুঁড়ো
আদ্রতায় গ্রাস করে সিক্স স্ট্রিং এর ঐকতান
ছায়াপথের ছায়াবাজিতে নিঃশ্বাস ফেলে হিরন্ময়
সাইক্লোন চোখের শুন্যতায় আবাশ গড়ে সমসত্ব অমানিশা
নোনাজলের মাঝে ভেসে ওঠে প্রিয়তমার প্রতিবিম্ব
বাকরুদ্ধ আর্তনাদ অস্তিত্ব আজ যেন জ্বলন্ত পোড়া কাঠ
গ্রহনের লজ্জায় হয়ত নিশাকর লুকায় আনন
তীরবিদ্ধ একিলিসের শোকে থেমে যায় ঝিঁঝি পোকার হৃদস্পন্দন
মনবনে স্মৃতি্র জোনাক জ্বালায় না নীলাভ লুসিফারিন
রাতের আধারে তারারাও যেন মিটমিট করে ছন্দহীন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।